X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দুদুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সাবেক ১৮ ছাত্রনেতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪৮

শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাবেক ১৮ ছাত্রনেতা। রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ দাবি জানান।

বিবৃতিটি দিয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী আহমেদ, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, খাইরুল কবির খোকন, কামরুজ্জামান রতন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন-নবী খান সোহেল, এ বি এম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, সুলতান সালাউদ্দিন টুকু, আমিরুল ইসলাম খান আলীম, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিব, রাজীব আহসান ও আকরামুল হাসান মিন্টু।  

বিবৃতিতে সাবেক ছাত্রনেতারা বলেন, একটি টিভি টকশোতে বলা দুদুর একটি বক্তব্যের অপব্যাখ্যা করে তার বাড়িতে হামলা ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সাবেক ছাত্রনেতারা আরও বলেন, শামসুজ্জামান দুদু এদেশের ছাত্র রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র এবং গণতান্ত্রিক সমাজ নির্মাণে তার অপরিসীম ত্যাগ। গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে তার সাহসী উচ্চারণ আওয়ামী বাকশালীদের গায়ে তীব্র দাবানলের সৃষ্টি করেছে। তাই বাকশালী শক্তি গণতন্ত্রের সব রীতিনীতিতে উপেক্ষা করে স্বৈরাচারী কায়দায় তার বাড়িতে হামলা ভাঙচুর ও মিথ্যা মামলা দায়ের করে তাদের সন্ত্রাসী মনোভাব জাতির সামনে নগ্নভাবে প্রকাশ করেছে।

তারা যদি এ ধরনের অগণতান্ত্রিক মনোভাব ও কর্মকাণ্ড পরিহার না করে তাহলে এদেশের ছাত্র সমাজ গণতন্ত্রমনা জনগণকে সঙ্গে নিয়ে এর সময়োচিত জবাব দেবে বলেও মন্তব্য করেন সাবেক ছাত্রনেতারা।

 

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!