X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মিয়ানমারকে কাঠগড়ায় দাঁড় করাতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী: মতিয়া চৌধুরী

ঢাবি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট হলে অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক সেমিনার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আমরা উভয় সংকটের মধ্যে আছি। একদিকে যেমন মানবিকতা সংকটে রয়েছি, অন্যদিকে, এদের নিয়ে অনেকে ষড়যন্ত্র করছে। তবে, মিয়ানমারকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জাতিসংঘে বিষয়টি নিয়ে চার দফা দাবি তুলে ধরবেন। অবশ্যই রোহিঙ্গাদের মিয়ানমার বাংলাদেশ থেকে নিতে হবে।’

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘রোহিঙ্গা শরণার্থী: বহুমাত্রিক সংকটে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সঞ্চালনা করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

মতিয়া চৌধুরী আরও বলেন, ‘২০১৪ সালে প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর যখন গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হলো, তখন ষড়যন্ত্রকারীরা সহ্য করতে না পেরে এ দেশের অর্থনীতি ও সংস্কৃতিকে ধ্বংস করার জন্য রোহিঙ্গাদের আমাদের ওপর চাপিয়ে দিয়েছেন। বিভিন্ন দেশে উদ্বাস্তুদের নিয়ে অনেক খেলা হয়েছে। কিন্তু রোহিঙ্গাদের নিয়ে কেউ খেলতে চাইলে কঠিনভাবে প্রতিহত করা হবে।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্থপতি ইকবাল হাবিব। তিনি বলেন, ‘এদেশে রোহিঙ্গাদের আগমন ১৯৭০ সালে। রোহিঙ্গারা যেখানে অবস্থান করছে, সেখানের মানুষ পরিবেশগতভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। এর পাশাপাশি ওই অঞ্চলে দুর্যোগের প্রবণতাও বেড়ে যাচ্ছে। যার কারণে পর্যটন শিল্প হুমকির মুখে পড়ছে। এর ফলে জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হচ্ছে।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হকের সভাপতিত্বে সেমিনারে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার প্রমুখ।

/এসআইআর/টিএন/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী