X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

আপনাদের গায়ের পোশাক দলীয় নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৪

রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশপ্রেমিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলতে চাই, আপনাদের গায়ের পোশাক দলীয় নয়। এটার সম্মান রক্ষা করুন। আওয়ামী লীগের কাছে বিশ্বস্ত হওয়ার দরকার নেই। রাষ্ট্র ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকুন।’ রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘জনগণের ভালোবাসা অর্জন করুন। এক পুলিশ পরিদর্শক সাইফুল আমিন যেভাবে পোশাকের মর্যাদা রক্ষা করেছেন, তার কাছ থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে।’

সরকার দেশকে হরিলুটের স্বর্গরাজ্য বানিয়েছে মন্তব্য করে রিজভী বলেন, ‘টেলিভিশনের খবরে বলা হচ্ছে, ক্যাসিনোর চেয়েও বড় দুর্নীতি হয় পরিবহন সেক্টরে। কেবল রাজধানীতেই প্রতিদিন ১০-১২ কোটি টাকার চাঁদা ওঠে। অথচ সংশ্লিষ্ট ক্ষমতাসীন নেতা ধরাছোঁয়ার বাইরে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘দেশের মানুষ বিশ্বাস করে, ক্যাসিনো কেলেঙ্কারির শুরু থেকে শেষ পর্যন্ত কোনও কিছুই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অজানা ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীকে সরকারের দলীয় বাহিনীতে পরিণত করায় এতদিন তারা ক্যাসিনোতে অভিযান চালাতে সাহস করেনি।’

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, “আওয়ামী লীগের দাবি, শেখ মুজিবুর রহমান দেশে মদ-জুয়া নিষিদ্ধ করেছেন; আর জিয়াউর রহমান দেশে মদ জুয়া আইনসিদ্ধ করেছেন—এটি আওয়ামী মার্কা নির্ভেজাল মিথ্যা কথা। বাংলাদেশে এখন পর্যন্ত ক্যাসিনো সংক্রান্ত কোনও আইন নেই। তবে জুয়া সংক্রান্ত যে আইনটি অনুসরণ করা হয়, সেটি হলো—‘প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭’। সেই আইনটিই ৭২-৭৫ সালেও বলবৎ ছিল। শেখ মুজিবুর রহমান যদি দেশে মদ-জুয়া নিষিদ্ধ করেন আর জিয়াউর রহমান যদি এটি চালু করেন, তবে বিধিবদ্ধ সেই আইনগুলো কোথায়?”

রিজভী বলেন, ‘সরকার যদি মনে করে দুর্নীতির জন্য অন্যদল থেকে আওয়ামী লীগে যাওয়া লোকজন দায়ী, তাহলে সরকারের উচিত এক সপ্তাহের মধ্যে সেসব দুর্নীতিবাজকে দল থেকে জরুরি ভিত্তিতে খুঁজে বের করা। সত্যিকারের দুর্নীতিবাজ ধরতে চাইলে চুনোপুঁটি নয়, দুর্নীতির সম্রাটদের ধরুন, তাদের রক্ষক রাজা-রানি-বাদশাহদের ধরুন।’

‘বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে প্রত্যেকেই পা থেকে মাথা পর্যন্ত দুর্নীতিতে ডুবে আছেন’−আইনমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘ক্ষমতায় আছেন আপনারা, আর দুর্নীতি করছে বিএনপি? আইনমন্ত্রী হয়ে এ কেমন বেআইনি কথা বললেন? বিচারমন্ত্রীর এ কেমন বিচার? তার মানে এখনও কি দেশ চালাচ্ছে বিএনপি? আপনারা সাহস করে পদত্যাগ করুন। দেখবেন দুর্নীতি কারা করছে তা জনগণই বের করে দেখাবে।’

/এএইচআর/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
জেল থেকে বেরিয়ে ফের শিশু পর্নোগ্রাফি চক্রে জড়ান শিশুসাহিত্যিক টিপু!
জেল থেকে বেরিয়ে ফের শিশু পর্নোগ্রাফি চক্রে জড়ান শিশুসাহিত্যিক টিপু!
বক্সিংয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন যুক্তরাষ্ট্রের জিন্নাত
বক্সিংয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন যুক্তরাষ্ট্রের জিন্নাত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…