X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের স্বার্থহানি হয় এমন প্রস্তাবে রাজি হবেন না: প্রধানমন্ত্রীকে মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৯, ১৩:৫৭আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১৬:১৫

 

 ভারত সফরে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রধানমন্ত্রীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আসন্ন ভারত সফরে বাংলাদেশের জনগণের স্বার্থহানি হয়, এমন কোনও প্রস্তাবে রাজি হবেন না। বুধবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে এখন থেকেই সাবধান করতে চাই। আপনি ভারতে যাচ্ছেন, ভালো কথা। কিন্তু বাংলাদেশ ও এদেশের জনগণের স্বার্থহানি হয় এবং দেশের জনগণের ক্ষতি হয়, ভারতের এমন কোনও প্রস্তাবে আপনি রাজি হবে না। আর হলে, এদেশের মানুষ কিন্তু সবকিছু দেখছে।

বিএনপির এ সিনিয়র নেতা আরও বলেন, প্রধানমন্ত্রী এর আগে ভারত থেকে এসে বলেছিলেন, ‘ভারতকে এত দিয়েছি, তারা এই ঋণ আর শোধ করতে পারবে না’। আজ বলতে চাই, বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী এমন কোনও কথা বা কাজ আপনি করে আসবেন না, যেটা আপনি বলেছেন, আমি ভারতকে অনেক দিয়েছি, আর দেওয়ার কিছু নাই। এবার এমন কিছু করবেন না যে, জাতীয় স্বার্থ ব্যাহত হয়।

দুর্নীতিবিরোধী অভিযানের বিষয়ে খন্দকার মোশাররফ বলেন, আজকে প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, ১/১১-এর মতো ঘটনা ঠেকানোর জন্য তিনি দুর্নীতি, চাঁদাবাজি ও ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। আমাদের প্রশ্ন, দেশ ১/১১-এর দিকে যাবে, এমন পরিস্থিতি কেন সৃষ্টি করেছেন।

তিনি দুর্নীতিবিরোধী অভিযান বিষয়ে প্রধানমন্ত্রীর সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, সাবেক ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছা প্রকাশ করেছেন, সে কারণেই এই অভিযান। আমাদের প্রশ্ন, প্রধানমন্ত্রীর আগে কেন সদিচ্ছা ছিল না?

আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী প্রমুখ।

/এএইচআর/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা