X
সোমবার, ১৯ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

শেখ হাসিনা পার্লামেন্টে বিএনপিকে আনতে বাধ্য করেছেন: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৯, ০০:৫৮আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০১:০৯

গণতন্ত্রী পার্টির আলোচনাসভায় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম এমপি

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা চিন্তা করেন, তা বাস্তবায়ন করেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, 'শেখ হাসিনা একজন সাহসী নেত্রী। অসম্ভবকে সম্ভব করেছেন একাত্তরের ঘাতকদের বিচার করে। পার্লামেন্টে তিনি বিএনপিকে আনতে বাধ্য করেছেন।'

বুধবার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণতন্ত্রী পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম আরও বলেন, যারা ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করেছিল, তারা এখন সংসদে। তারাও কিন্তু আজকে পার্লামেন্টে এসেছে, পার্লামেন্টকে স্বীকার করেছে, আওয়ামী লীগ সরকারকে স্বীকার করে নির্বাচনকে স্বীকার করে পার্লামেন্টে কথা বলছে।

খালেদা জিয়া বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন মন্তব্য করে তিনি বলেন, 'কালকে বিএনপির কয়েকজন নেতা গিয়েছেন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে। সেখানে বিএনপির মহাসচিবও যান নাই। সেখানে তিনজন এমপি ছিল। তারা একটা কথা বললেন যে 'খালেদা জিয়ার জামিন হলেই কালকে বিদেশ চলে যাবেন'। বিএনপি মহাসচিব বললেন না, অন্য কোনও নেতা বললেন না, এই তিন নেতা বললেন। জানি না তারা দায়িত্ব নিয়ে বলেছেন কিনা। কিন্তু আমার কাছে প্রশ্ন জেগেছে। হঠাৎ করে তারা একথা কেন বললেন? তার মানে খালেদা জিয়া বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন। জামিন তো আদালত দেবে। জামিন পেলে তো ভালো, না পেলে তো কিছু বলবার নেই।

পেঁয়াজ ইস্যুতে সাবেক এই মন্ত্রী বলেন, ইস্যুর কোনও শেষ নেই। পেঁয়াজ এখন ইস্যু। এখন ক্যাসিনোর চেয়ে পেঁয়াজ বড় ইস্যু হয়ে গেছে। সেজন্য দেশে ইস্যু আসতেও সময় লাগে না, যেতেও সময় লাগে না। একজন রাজনৈতিক কর্মী হিসেবে বলবো, সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। বেশি উচ্ছ্বাসের দরকার নাই। বেশি কথা বলার দরকার নেই।

আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, গণতন্ত্র পার্টি সভাপতিমণ্ডলীর সদস্য মাহমুদুর রহমান বাবু , দলটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এইচএন/টিএন/
সম্পর্কিত
আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ব্যানার: সরেজমিন যা দেখা গেলো
গুলিস্তানে মিছিল থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক
নেতার সঙ্গে মামলা বাণিজ্যে জড়িয়েছে পুলিশ, সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধনে বক্তারা
সর্বশেষ খবর
কমিটির মেয়াদ শেষ পাঁচ বছর আগে, নেতারা ব্যস্ত দেশে নির্বাচনি দৌড়ে
যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে শূন্যতাকমিটির মেয়াদ শেষ পাঁচ বছর আগে, নেতারা ব্যস্ত দেশে নির্বাচনি দৌড়ে
আশুলিয়ায় থেমে থাকা বাসে আগুন
আশুলিয়ায় থেমে থাকা বাসে আগুন
কোকোকে নিয়ে ভাই হিসেবে গর্বিত: তারেক রহমান
কোকোকে নিয়ে ভাই হিসেবে গর্বিত: তারেক রহমান
শিরোপা উদযাপনের রাতে অঘটনের শিকার বার্সা, জিতলো রিয়াল
শিরোপা উদযাপনের রাতে অঘটনের শিকার বার্সা, জিতলো রিয়াল
সর্বাধিক পঠিত
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
আরও দুর্বল হলো টাকা
আরও দুর্বল হলো টাকা
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ
জামায়াতের দুই নেতাকর্মীকে মারধরের পর গলায় জুতার মালা দিয়ে পুলিশে সোপর্দ