X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শেখ হাসিনা গবেষণা ইনস্টিটিউট চান নৌ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০১৯, ২২:৫৯আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২৩:২০

শিল্পকলা একাডেমিতে ‘শেখ হাসিনা: বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক আলোকচিত্র ও শিল্পকর্মের মাসব্যাপী প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন, অর্জন এবং তার স্বীকৃতিকে ধরে রাখতে শেখ হাসিনা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আইনের শাসন ও সাংবিধানিক ধারাবাহিকতায় দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে প্রধানমন্ত্রী সারাবিশ্বের স্বীকৃতি পেয়েছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার দর্শন সমাদৃত হয়েছে। এসব কিছু ধারন করে রাখতে শেখ হাসিনা গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা দরকার।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘শেখ হাসিনা: বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক আলোকচিত্র ও শিল্পকর্মের মাসব্যাপী প্রদর্শনী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। বাংলাদেশ শিল্পকলা একাডেমি এর আয়োজন করে।

নৌ প্রতিমন্ত্রী বলেন, অনেক দিন পরে হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু গবেষণা ইনস্টিটিউট হয়েছে। আমাদের প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা গবেষণা ইনস্টিটিউটও প্রতিষ্ঠা করবে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অব ল’ প্রদান করেছে। এখন যদি সেখানকার কোনও শিক্ষার্থী বাংলদেশে এসে শেখ হাসিনা সম্পর্কে জানতে চান তাহলে কোথায় যাবে? এভাবে বিভিন্ন দেশ, বিশ্ববিদ্যালয় ও সংস্থা প্রধানমন্ত্রীর কর্মকে স্বীকৃতি দিয়েছে। এজন্য তার এসব কর্ম, জীবনী ও দর্শনকে ধরে রাখতে একটি ইনস্টিটিউট করতে হবে।

প্রদর্শনীর একটি পেইন্টিংয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খালিদ মাহমুদ বলেন, শেখ হাসিনা অনেক কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক হুমকি, সন্ত্রাস মোকবিলা করে তিনি যুদ্ধাপরাধের বিচার করেছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার ও রায় কার্যকর করেছেন। যারা সংসদ ও নির্বাচনকে চ্যালেঞ্জ করেছিল তাদের নিয়ন্ত্রণ করে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে সুরক্ষিত করেছেন দাবি করে তিনি বলেন, আজকে বিএনপির সংসদ সদস্যরা তাদের নেত্রী খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। শেখ হাসিনা একজন অপরাধীর অধিকারকেও সুরক্ষা দিয়েছেন। যারা সংসদ নিয়ে কথা বলেছেন, তারাই এখন সংসদে এসেছেন। শেখ হাসিনা দেশকে গণতান্ত্রিক ধারায় নিয়ে এসেছেন বলেই দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও শিল্প সমালোচক অধ্যাপক নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। এর আগে অতিথিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন আলোকচিত্র ও শিল্পকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন।

 

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!