X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভারতের সঙ্গে করা চুক্তিতে জনগণের ভরসা নেই: গণফোরাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৯, ২৩:১৮আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ২৩:১৯

ভারতের সঙ্গে করা চুক্তিতে জনগণের ভরসা নেই: গণফোরাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়ে যেসব চুক্তি সই করেছেন তার ওপর জনগণের কোনও ভরসা নেই বলে মন্তব্য করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘এ সরকারের ওপর আমাদের যেমন ভরসা নেই, তেমনি দেশের মানুষেরও ভরসা নেই।’
শনিবার (৫ অক্টোবর) রাতে রাজধানীর বেইলি রোডে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় দলের প্রেসিডিয়াম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রেজা কিবরিয়া বলেন, ‘জনগণের স্বার্থ রক্ষা করার মতো এ সরকারের দক্ষতা বা ইচ্ছা আছে কিনা, সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে।’
ভারতের সঙ্গে করা চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘চুক্তির পুরো বিষয়টা আমাদের জানা নেই। পানিবণ্টনের টেকনিক্যাল বিষয়গুলো না জেনে বলা যাবে না। এটা নিয়ে কিছু বলতে চাই না। সাধারণভাবে বলতে চাই, বর্তমান সরকার দেশের মানুষের স্বার্থ রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ।’
পররাষ্ট্রনীতিতে সমস্যা রয়েছে দাবি করে গণফোরাম সাধারণ সম্পাদক বলেন, ‘পানি পাওয়ার ব্যাপারে, ব্যবসা-বাণিজ্য, ট্রানজিট বিষয়ে তারা ব্যর্থ। দেশের মাটিতে যেমন তারা ব্যর্থ, পররাষ্ট্রনীতিতেও তাদের ব্যর্থতা দেখা যায়।’

আরও পড়ুন: 

যে ৭ ইস্যুতে বাংলাদেশ-ভারত চুক্তি ও সমঝোতা

তিন যৌথ প্রকল্পের উদ্বোধন করলেন হাসিনা-মোদি

রোহিঙ্গা, তিস্তা ও বাণিজ্য ইস্যুতে হাসিনা-মোদির বৈঠক



গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে রেজা কিবরিয়া বলেছিলেন, শিগগিরই দেশে আর একটা নির্বাচন হবে। তার এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিষয়টি ওভাবে বলিনি। বর্তমান সরকারের সব খাতের ব্যর্থতায় মোটামুটিভাবে রাষ্ট্র কলাপসের মধ্যে নিয়ে যাচ্ছে। তারা প্রত্যেক ক্ষেত্রে ফেল করছে, সেটা দেশের মানুষ আগে টের না পেলেও এখন বুঝে গেছে। আমার ধারণা, হয়তো কোনও আন্দোলনের জন্য না, তাদের ব্যর্থতার জন্য ক্ষমতা ছেড়ে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে মানুষকে সন্তুষ্ট করতে চেষ্টা করবে। সেটা খুব তাড়াতাড়ি হবে। কিন্তু যেভাবে বলা হয়েছে, ঠিক সেভাবে আমি বলিনি।’


জাতীয় ঐক্যফ্রন্টের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে রেজা কিবরিয়া বলেন, ‘নির্বাচনের আগে গণফোরামের একজন সাধারণ সম্পাদক ছিলেন। তিনি তার মতো কাজ করেছেন। আমি আমার মতো করছি। ঠিক আগের মতো তো হবে না। আমাদের মধ্যে আলোচনা চলছে। এখনও বলতে পারবো না। তবে এখন পর্যন্ত আমরা সবাই একই পথে আছি। ব্যর্থ সরকারকে সরানোর ব্যাপারে আমাদের কারও দ্বিমত নেই।’
জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ৩০ ডিসেম্বরের সমাবেশের বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে জানতে চাইলে গণফোরাম সাধারণ সম্পাদক বলেন, ‘সেটা অনেক বড় আকারে হবে। তবে তার আগে অনেক কিছু ঘটতে পারে। হয়তো সরকার ক্ষমতায় থাকবে না।’
বৈঠকে চলমান দুর্নীতিদমন অভিযান নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে কিবরিয়া বলেন, ‘চতুর্থ-পঞ্চম শ্রেণির কয়েকজন নেতা ধরলেই আমরা উৎফুল্ল হয়ে যাবো, এটা যেন সরকার না ভাবে। যারা ব্যাংক-শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, যারা বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে, তাদের বিরুদ্ধে যখন অ্যাকশন নেবে তখন আমরা স্বাগত জানাবো।’
ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য মেজর জেনারেল (অব.) আমসা আমিন, অ্যাডভোকেট মোহসিন রশীদ, মোকাব্বির খান প্রমুখ উপস্থিত ছিলেন। 

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ