X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আবরার হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে জনগণের সরকার নেই: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৯, ০২:২৪আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ০২:২৬

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন হাবিব উন নবী খান সোহেল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড প্রমাণ করে সরকার জনসম্পৃক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেন, ‘দেশে যে জনগণের সরকার নেই, তার প্রমাণ আবরার হত্যাকাণ্ড।’ সোমবার (৭ অক্টোবর) রাতে বিএনপির পক্ষ থেকে আবরারের মরদেহ দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় সোহেল বলেন, ‘দেশে যে খুনি ও জঙ্গিদের সরকার ক্ষমতা আঁকড়ে রেখেছে, এ ঘটনা তার আরেকটি প্রমাণ।’  

দেশের ১৬ কোটি মানুষকে অন্ধকারে রেখে ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকার চুক্তি করছে বলে দাবি করে সাবেক এ ছাত্রনেতা বলেন,  ‘সেই চুক্তির প্রতিবাদ করতেই পারে মানুষ। যদি কোনও চুক্তি দেশের স্বার্থবিরোধী হয়, মানুষ প্রতিবাদ করবে। আর বুয়েটে তো দেশের মেধাবী ছাত্র-ছাত্রীরা পড়ে। তারা তো প্রতিবাদ করবেই।’

হত্যাকাণ্ডের শিকার আবরার প্রধানমন্ত্রীর ভারত সফরে চুক্তি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিল বলে উল্লেখ করে সোহেল বলেন, ‘সেই পোস্টে ভারতের সঙ্গে চুক্তির কিছু পয়েন্ট তুলে ধরেছেন আবরার। এজন্য তাকে জীবন দিতে হবে? কোন দেশে আমরা বসবাস করছি! এটা তো খুনিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। যা ইচ্ছে তাই করছে। ইচ্ছে হলো, একটা ছাত্রের জীবন নিয়ে গেল।’

আবরার হত্যাকাণ্ড শুধু হত্যা নয়, যে সংগ্রামী চেতনায় যুগে যুগে ছাত্র-ছাত্রীরা দেশ ও মানুষের স্বার্থের জন্য আন্দোলন সংগ্রাম করেছে তার মূলে আঘাত করা বলেও উল্লেখ করেন বিএনপির এই নেতা। তিনি হত্যাকারীদের শাস্তি দাবি করে বলেন, ‘দল-মতের ঊর্ধ্বে উঠে সব ছাত্রছাত্রীকে এ ঘটনার প্রতিবাদ করতে হবে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি।’

দেশে একটার পর একটা ভয়াবহ ঘটনা ঘটানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রত্যেকটি ঘটনা আরেকটি ঘটনাকে চাপা দেওয়ার জন্য।’ তিনি অনতিবিলম্বে সব ঘটনার বিচারের দাবি জানান।

 

/এএইচআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা