X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রংপুরে বিএনপির একাংশের ঝাড়ু মিছিল: দুলুকে অবাঞ্ছিত ঘোষণা

রংপুর প্রতিনিধি
১০ জুন ২০১৪, ১৬:৪৯আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ১৬:৫২

রংপুরে বিএনপির সদ্য ঘোষিত জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবিতে দলের একাংশের নেতাকর্মীরা মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় নগরীতে ঝাড়ু মিছিল করেছে। এসময় দলের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু'র প্রতিকৃতিতেও ঝাড়ুপেটা করে তাকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। মিছিলটি গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থিত বিএনপি কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে এসে শেষ হয়। এখানে জেলা ও মহানগর বিএনপির কমিটি বাতিলের দাবিতে সমাবেশ করে বিক্ষুব্ধরা।

সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে ১০১ সদস্য বিশিষ্ট জেলা ও মহানগর কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে পদ বঞ্চিত একাংশের নেতাকর্মীরা রংপুর বিভাগীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর প্রতিকৃতিতে ঝাড়ু পেটা করেন এবং তাকে অবাঞ্চিত ঘোষণা করে অবিলম্বে সদ্য ঘোষিত জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবি জানান। পায়রা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক (সদ্য ঘোষিত জেলা বিএনপির সহ-সভাপতি) মমতাজ শিরীন ভরসা বলেন, রংপুর বিভাগীয় বিএনপির দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু চান না রংপুর থেকে কোন মেধাবী নেতা তৈরি হোক। তাই তিনি অর্থের বিনিময়ে এবং জেলা বিএনপিকে বিভক্ত করার জন্য অযোগ্যদের নিয়ে জেলা ও মহানগর কমিটি গঠন করেছেন। তিনি আরও বলেন, যদি কমিটি বাতিল করা না হয় তাহলে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি দেওয়া হবে ও নতুন তৃণমূল বিএনপি গঠন করা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদ্য ঘোষিত মহানগর কমিটির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মিজু, বিএনপি নেতা কায়সার জামান বাবলা, যুবদলের সভাপতি রঈচ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামসুল হক ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।

.
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
গরমে খান দইয়ের এই ৫ শরবত
গরমে খান দইয়ের এই ৫ শরবত
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও