X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী চাইলে যুবলীগের দায়িত্ব নেবো: জবি উপাচার্য

জবি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ০২:২১আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০২:২১

ড. মীজানুর রহমান  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে উপাচার্যের দায়িত্ব ছেড়ে যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব নেবো।’ একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে যুবলীগের দায়িত্ব নেওয়ার বিষয়ে কথার প্রেক্ষিতে তিনি বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন।
ড. মীজানুর রহমান বলেন, ‘যুবলীগের এখন যে অবস্থা হয়েছে, ভাবমূর্তির যে সংকট হয়েছেম তাতে নেত্রী যদি মনে করেন আমাকে যুবলীগের দায়িত্বে নিতে হবে, তখন আমি দুটো কাজ একসঙ্গে করবো না। যুবলীগের দায়িত্ব নিলে উপাচার্যের দায়িত্ব ছেড়ে দেবো।’
টক শোতে কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি উপাচার্য হওয়ার পর তাদের (যুবলীগের) কোনও মিটিংয়ে যাইনি। আমাকে যদি বলা হয়, যুবলীগের দায়িত্ব নিতে পারবেন কি না, আমি সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দিয়ে সংগঠনের দায়িত্ব নিবো। এটা এত ভালোবাসার একটা সংগঠন আমি উপাচার্যশীপ ছেড়ে দিতে রাজি আছি।’
টক শোতে তার কথার ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও আমি যুবলীগের ১নং ভাইস চেয়ারম্যান। প্রসঙ্গক্রমে কথাটা এসেছিল, যুবলীগের প্রেসিডেন্ট না থাকলে ১নং ভাইস চেয়ারম্যানের হিসেবে আমার দায়িত্ব পাওয়ার কথা। তখন আমি বলেছিলাম আমি ভাইস চেয়ারম্যান, আমি পদত্যাগ বা অব্যাহতিও নেইনি, কিন্তু উপাচার্য হওয়ার পর যুবলীগের কোনও কার্যক্রমে আমি যাইনা। দুইটা কাজ একসঙ্গে করবো এটা হয় না।
যুবলীগের আসন্ন কাউন্সিলে তিনি ক্যান্ডিডেট হচ্ছেন কি বা যুবলীগের দায়িত্ব নেওয়ার বিষয়ে তার ব্যক্তিগত ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ড. মীজানুর রহমান বলেন, আমার ইচ্ছার ব্যাপার না, কখনও আমি ইচ্ছা করে কোনও পদে যাইনি, আমি যে যুবলীগের ভাইস চেয়ারম্যান হয়েছি কারও কাছে কখনও আমি ইচ্ছা পোষণ করেনি, এটা নেত্রী করেছেন। আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হয় আমি ভালোভাবে পালন করি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা