X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ভয়ের সংস্কৃতি উত্তরণে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প দেখছেন না মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৯, ১৮:১৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২০:২৬





মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: রয়টার্স) সরকার দেশে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশে ভয়ের যে সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছে, তা থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সব মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের কোনও বিকল্প নেই। ক্ষমতাসীন অবৈধ শাসকগোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে দেশকে জুলুমের নগরীতে পরিণত করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে অগণতান্ত্রিক পন্থায় জোর করে রাষ্ট্রক্ষমতা দখলের মাধ্যমে দেশ শাসনের ফলে ভোটারবিহীন সরকারের কবল থেকে জনগণ মুক্তির প্রহর গুনছে।’






বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় দলের দফতর বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
মির্জা ফখরুল বলেন, ‘৩০ ডিসেম্বরের আগের রাতে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতাসীন গোষ্ঠী জনগণকে ভীতসন্ত্রস্ত রেখে তাদের নিষ্ঠুর শাসন বলবৎ রাখতেই আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধী নেতাকর্মীদের অপহরণের মাধ্যমে হত্যা ও গুমের মাধ্যমে ভয়ঙ্কর কর্মকাণ্ড চলমান রেখেছে। কিন্তু সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, যুগে যুগে নিষ্ঠুর স্বৈরাচারদের ভাগ্যের ভয়াবহ পরিণতি হয়েছে।’
মির্জা ফখরুল বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। বিএনপির দফতর থেকে সহ-সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য, রাজস্থলী উপজেলা বিএনপির সহ-সভাপতি, উপজাতি হেডম্যান ও গাইন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীপময় তালুকদারকে মঙ্গলবার বিকাল ৪টায় অপহরণ করা হয়। আজ বুধবার সকালে তার লাশ পাওয়া গেছে।
বিবৃতিতে অভিযোগ করা হয়, কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি আল আমিন কানাইকে মঙ্গলবার রাতে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী । কিন্তু, তাকে আটকের খবর অস্বীকার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ধরনের ঘটনাকে ‘পৈশাচিক ও লোমহর্ষক’ বলে বিবৃতিতে আখ্যায়িত করা হয়।

মির্জা ফখরুল দাবি করেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের ধারাবাহিকভাবে নির্বিচারে গ্রেফতার, অপহরণ, গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা ও গুম অব্যাহত রয়েছে।’
এম কে আনোয়ার এদিকে, সাবেক মন্ত্রী ও কেবিনেট সচিব এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১৭ সালের ২৪ অক্টোবর মৃত্যুবরণ করেন এম কে আনোয়ার। বুধবার (২৩ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত একটি বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের রাজনীতি ও জনপ্রশাসনে এম কে আনোয়ার ছিলেন একজন ব্যতিক্রমী ব্যক্তিত্ব। রাজনীতিতে যোগ দেওয়ার পর যখনই গণতন্ত্রের সংকট সৃষ্টি হয়েছে, তখনই এম কে আনোয়ার গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করেছেন।’
মির্জা ফখরুল বলেন, ‘স্বৈরাচারের সব নির্দয় উৎপীড়নকে সহ্য করেও এম কে আনোয়ার তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন অনড় ও দ্বিধাহীনভাবে। অত্যাচারীর রক্তচক্ষু তার দৃঢ় মনোবলকে কখনোই দুর্বল করতে পারেনি। নিজস্ব মতাদর্শে তিনি ছিলেন নির্ভয় ও অবিচল। তার কর্মময় জীবনের সাফল্যের মূলে ছিল আদর্শনিষ্ঠ উদ্যম ও উদ্যোগ।’

/এসটিএস/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা