X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

খালেদা জিয়ার চিকিৎসা হলে ‘প্রেস ব্রিফিং’ হতো না: খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৯, ১৫:৪৭আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৮:১৭

বক্তব্য রাখছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা হলে ‘প্রেস ব্রিফিং’ হতো না। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক প্রতিবাদী নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে হাসপাতালে প্রেস ব্রিফিং করার কথা। চিকিৎসা হলে কি প্রেস ব্রিফিং লাগে? মানুষ কি এমন বোকা? রোগী আর রোগীর আত্মীয়স্বজন এমন বোকা? বাংলাদেশে এখন সবাই সরকারের লোক। সবাই এখন একই কথা বলে, চিকিৎসক থেকে শুরু করে সবাই এখন একই কথা বলে। উনাদের প্রেস কনফারেন্সের কোনও মূল্য নেই। বাংলাদেশের মানুষের কাছে এসব প্রেস কনফারেন্সের কোনও মূল্য নেই। তাদের বিশ্বাসযোগ্যতা বাংলাদেশের মানুষের কাছে নেই।’

চিকিৎসা নিয়ে রাজনীতির প্রয়োজন ছিল না উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী খালেদা জিয়া চিকিৎসা পাওয়ার কথা। চিকিৎসা নিয়ে রাজনীতি করার কোনও প্রয়োজন ছিল না। কেন সরকার রাজনীতি করছে? তারা খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। মিথ্যা কথা বলে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে। ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য তারা মিথ্যা কথা বলছে।’

ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের কাছে স্বার্থ বিসর্জন দিয়েছে এমন দাবি করে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে যাদের ভোটের দরকার নেই, জনগণের কাছে যাওয়ার দরকার নেই, তারা বাংলাদেশের জনগণের স্বার্থ কেন দেখবে? তারা সেই কাজটিই করেছে। জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের স্বার্থ পূরণ করেছে। তারা ক্ষমতায় টিকে থাকার জন্যই দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে।’

তিনি বলেন, ‘নেলসন ম্যান্ডেলাসহ বিশ্বের গণতান্ত্রিক নেতারা জেল থেকে এমনিতেই বের হননি। সংগ্রামের মাধ্যমে, একতার মাধ্যমে তারা বের হয়েছেন। আমাদেরও সংগ্রাম করতে হবে।’

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি হুমায়ুন কবির বেপারি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, সুকোমল বড়ুয়া, বিএনপি নেতা ফরিদ উদ্দিন, শিরিন সুলতানা প্রমুখ।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার একান্ত সময়
আওয়ামী লীগের নেতাদের নিয়ে বিএনপির কার্যালয় উদ্বোধন
খুলনা মহানগর মহিলা দলের থানা ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা
সর্বশেষ খবর
তারুণ্যের সমাবেশ থেকে ফিরে যুবদল নেতার মৃত্যু
তারুণ্যের সমাবেশ থেকে ফিরে যুবদল নেতার মৃত্যু
যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করছে ভারত-পাকিস্তান
যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দায়ী করছে ভারত-পাকিস্তান
টেকনাফে ‘জিম্মিঘর’ থেকে ১৪ অপহৃত উদ্ধার
টেকনাফে ‘জিম্মিঘর’ থেকে ১৪ অপহৃত উদ্ধার
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
চট্টগ্রামে বিএনপির সমাবেশে তামিম ইকবাল, বললেন ‘আমি পলিটিক্যাল কেউ না, স্পোর্টসম্যান’
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ