X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দল ত্যাগকারী ৭ নেতার বিষয়ে কংগ্রেসে সিদ্ধান্ত হবে: বাদশা

বাংলা ট্রিবিউন ‍রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৯, ২২:৫৯আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২৩:৩৭

ওয়ার্কার্স পার্টির ১০ম কংগ্রেস উপলক্ষে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা

দল ত্যাগ করা এবং কংগ্রেস বর্জন করা নেতাদের বিষয়ে দলের ১০ম কংগ্রেসে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, ‘আগামী ২ নভেম্বর পার্টির ১০ম কংগ্রেস রয়েছে। সেখানে আট শতাধিক প্রতিনিধি আসবেন, তাদের কথা শুনবো। তারাই সেই ৭ নেতার বিষয়ে সিদ্ধান্ত দেবেন।’

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তোপখানা রোডে ওয়ার্কাস পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দল ত্যাগ করা সাত নেতার বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

বাদশা বলেন, ‘কংগ্রেসের পরে নির্বাচিত কেন্দ্রীয় কাউন্সিল সাত নেতার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। প্রতিনিধিরা তাদের বহিষ্কার চাইলে করা হবে। তবে সাত নেতার সবার পদ এখনও বহাল রয়েছে।’

তবে বিমল বিশ্বাসের পদত্যাগের পরে (২৬ অক্টোবর) পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে তাকেই দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছিল দলটির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান।

প্রসঙ্গত গত ২২ অক্টোবর পার্টির মূল নেতৃত্বের বিচ্যুতির কারণ দেখিয়ে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে পদত্যাগ করেন ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও পলিটব্যুরো সদস্য কমরেড বিমল বিশ্বাস। এর ৬ দিন পরে ২৮ অক্টোবর ১০ম  কংগ্রেস বর্জনের ঘোষণা দেন কেন্দ্রীয় আরও ছয় নেতা। এরা হলেন- পলিটব্যুরো সদস্য নুরুল হাসান ও ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন হবি, মোফাজ্জেল হোসেন মঞ্জু, অনিল বিশ্বাস ও তুষার কান্তি দাস।

আগামী ২-৩ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্কাস পার্টির ১০ম কংগ্রেস। ‘সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তোলো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার কংগ্রেস করতে যাচ্ছে দলটি।

বাদশা বলেন, ‘বিমল বিশ্বাস দলের রাজনীতির যেসব বিষয়ে বিরূপ মনোভাব প্রকাশ করেছেন, তা তার সময়েই নেওয়া হয়েছে। তিনি দুই বার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি যেসব বিষয়ের বিরোধিতা করছেন, তা তো তার সময়ে নেওয়া। এখন তিনি যা বলছেন, তা স্ববিরোধিতা।’

ওয়ার্কার্স পার্টি আদর্শ বিচ্যুত হযেছে, দল ত্যাগ করা নেতাদের এমন অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘আমরাই প্রকৃত আদর্শবাদী রাজনাতি করি। কখনও সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপস করবো না, অগণতান্ত্রিক শক্তির কাছে মাথা নত করবো না। তারা এখন দল থেকে বেরিয়ে গিয়ে যে আদর্শের কথা বলছেন, তা পুঁথিগত আদর্শ।’

দল ত্যাগকারী ৭ নেতা ৬০ দশকের আদর্শের কথা বলছেন উল্লেখ করে বাদশা বলেন, ‘বর্তমান বাস্তব আদর্শিক চর্চার সঙ্গে এর মিল নেই।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি বলে পার্টির সভাপতি রাশেদ খান মেননের এ বক্তব্যের প্রসঙ্গে বাদশা বলেন, এখানে অতিরঞ্জিত কিছু শব্দের ব্যবহার হয়েছে। রাজনীতিবিদদের বক্তব্যে এমন হতেই পারে। এজন্য তার মতো নেতাকে বাতিল বলতে পারি না। এটা রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না।

বাদশা জানান, এবার কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হবে দলের প্রতিনিধিদের গোপন ভোটের মাধ্যমে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য কামরুল আহসান, আনিসুর রহমান মল্লিক, ওয়ার্কার্স পার্টির অর্থ বিভাগের সদস্য সচিব তপন দত্ত।

 

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা