X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জনগণের শক্তির সামনে বন্দুকও দাঁড়াতে পারে না: ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৯, ২১:১৭আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ২১:৪৫

আলোচনা সভায় বক্তব্য রাখছেন ড. কামাল হোসেন জনতার ঐক্যবদ্ধ শক্তিকে দুনিয়ার সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘জনগণের শক্তির সামনে বন্দুক, কামানও দাঁড়াতে পারে না। সেই শক্তির কাছাকাছি আমরা অলরেডি এসে গেছি। আপনারা পরীক্ষা করে দেখুন।’ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচন সভার আয়োজন করা হয়।

ড. কামাল বলেন, ‘জেলায় জেলায়, গ্রামে গ্রামে পরীক্ষা করে দেখুন, তারা সবাই জনগণের সরকার চায়। যারা সত্যিকার অর্থে জনগণের সরকার হবে। হয়তো দুই-চারজন স্বৈরাচারের পক্ষে থাকবে। জনগণ স্বাধীনতার মালিক হতে অনেক মূল্য দিয়েছেন। কিছু সময়ের জন্য আমরা ক্ষমতার মালিকও হয়েছি। একটি ভালো নির্বাচনের পরে মানুষ বলেন এটা আমার রায়। কিন্তু সেই রায়টাকে যদি কার্যকর করা যেতো, তাহলে আর কোনও দুঃখ থাকতো না।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এমন একটি সময়ে আমরা সবাই উপস্থিত হয়েছি, যখন বাংলাদেশ সবচেয়ে বড় সংকটে। এটি কোনও দলের সংকট নয়, পুরো দেশের সংকট। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের সামনে একটি লক্ষ্য ছিল। স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রের। প্রায় ৫০ বছর হতে চলছে, সেই রাষ্ট্র আমরা পাইনি।’

অনুষ্ঠানে জেএসডি সভাপতি আসম আব্দুর বর বলেন, ‘ড. কামাল হোসেন, আপনি বলুন, আমরা যারা ঐক্যফ্রন্টে আছি তারা আন্দোলন করবো। আপনাকে রাস্তায় নামতে হবে না। আমার শরীরে এখনও অনেক গুলির চিহ্ন আছে। আমি কোনও ভয় করি না।’

একাদশ সংসদ নির্বাচন নিয়ে সমালোচনা করে রব বলেন, ‘আওয়ামী লীগের বিদায় না হওয়া পর্যন্ত আমরা মৃত্যু চাই না।’

বিচারকরা আইনের ধারা অনুযায়ী রায় দিতে পারেন না বলে অভিযোগ করে রব বলেন, ‘তারা শেখ হাসিনার প্রশাসনের নির্দেশ অনুযায়ী রায় দিয়ে থাকেন। যারা খালাস পাওয়ার কথা তারা সাজা পায় আর সাজাপ্রাপ্তদের খালাস দিয়ে কোর্টের বারান্দা পর্যন্ত এগিয়ে দেন বিচারকরা। জাতীয় ঐক্য ছাড়া যেমন মুক্তিযুদ্ধ হয়নি, তেমনি স্বৈরাচার বিদায় হবে না, যদি আমরা ঐক্যবদ্ধ না হই।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগ সরকার বলে আমরা অবৈধ নয়, আমাদের সঙ্গে জনগণ আছে। তারা বলে ৩০ ডিসেম্বর নির্বাচন না হলে জনগণ আন্দোলন করে না কেন? আমি তাদের বলতে চাই, বিশ্বে ৩০ থেকে ৩২ বছর স্বৈরাচার ক্ষমতায় থাকার উদাহরণ আছে। তাহলে কি এই দীর্ঘসময় স্বৈরাচার সরকার বৈধ ছিল।’

মান্না বলেন, ‘দেশে যারা এখন রাষ্ট্রক্ষমতায় আছেন, তারা এক কথায় ডাকাত। তারা ভোট ডাকাতি করে এক বছর, দুই বছর বা ৫ বছর ক্ষমতায় থাকতে পারবেন। দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। আপনাদের ক্ষমতা থেকে যেতে হবে। এখনও সময় আছে, ভালোভাবে ক্ষমতা ছাড়ুন। দেশে আন্দোলন হবে, আওয়ামী লীগকেও ক্ষমতা থেকে যেতে হবে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তাফা জামাল হায়দার, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ