X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘জাবি উপাচার্যকে রক্ষায় ছাত্রলীগের ছেলেরা দানবে পরিণত হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৯, ১৮:১১আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১৮:৩৫

খন্দকার মোশাররফ হোসেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বাঁচাতে ছাত্রলীগ ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘গত ঈদে উপাচার্য ছাত্রলীগের ছেলেদের এক কোটি ৬০ লাখ টাকা সেলামি দিয়েছেন। পরে তার কাছে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ৮৬ কোটি টাকা চাঁদা দাবি করেন। সেই ভিসিকে রক্ষার জন্য এবার ছাত্রলীগের সোনার ছেলেরা দানবে পরিণত হয়ে বিশ্ববিদ্যালয়ে ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে। ছাত্র সংগঠনটির এক কর্মী কীভাবে তার এক সহপাঠি মেয়েকে পেটে লাথি মেরে ফেলে দিতে পারে? এটা বিশ্বাস করা যায় না।’

বুধবার (৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ঢাকাস্থ হোমনা উপজেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক স্মরণ সভা ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

খন্দকার মোশাররফ ছাত্রলীগের এমন ঘটনায় সরকারের ফ্যাসিস্ট আচরণ প্রভাবক হিসেবে কাজ করেছেন বলেও অভিযোগ করেন।

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে ভোট আয়োজন করতে হবে। আজকের ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তা না পারলে, আজকের অত্যাচার ও নিপীড়ন থেকে এ দেশকে রক্ষা করা সম্ভব হবে না।’

এসময় সরকার বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার প্রক্রিয়া চলমান রেখেছে বলেও অভিযোগ করেন বিএনপির এ সিনিয়র নেতা।

আয়োজক সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় বিএনপির বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্যে রাখেন। এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।

 

/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
র‌্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা