X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কথা ছাড়া মির্জা ফখরুলের কোনও হাতিয়ার নেই: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৯, ০২:২৯আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০৩:২৬

কথা ছাড়া মির্জা ফখরুলের কোনও হাতিয়ার নেই: ওবায়দুল কাদের

রাজনীতিতে কথামালার চাতুরি ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আর কোনও সম্পদ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনের মঞ্চ পরির্দশন করার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এখন কিছু করার নেই। নির্বাচন করে ব্যর্থ,  আন্দোলন করে ব্যর্থ। দলের চেয়ারপারসন কারাগারে। তার জন্য রাজপথে একটা দৃশ্যমান মিছিলও করতে পারেন নি। কাজেই মির্জা ফখরুলের কথা মালার ছাড়া রাজনীতিতে আর কোনও সম্পদ নেই, কোনও হাতিয়ার নেই।’

পেঁয়াজের দামের ঊর্ধগতি বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই মাসটা অপেক্ষা করেন, কমে যাবে। আশা করছি কমে যাবে। সরকার সব ধরনের চেষ্টা করে যাচ্ছে।’

স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বের বিষয়ে কাদের বলেন, ‘সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব সৃষ্টি হবে। যাদের ক্লিন ইমেজ, সৎ, কর্মঠ, তাদের আনা হবে। স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিলরা নাম প্রস্তাব ও সমর্থন করবেন। সব কিছু অভ্যন্তরীণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে হবে।’

স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়ায় সম্মেলন করতে কোনও সমস্যা হবে না চাইলে কাদের বলেন, ‘অন্যান্য নেতারা আছেন। সবকিছুই হবে দলের নিয়মনীতি অনুযায়ী। এই সংগঠনের দেখভাল করছেন শেখ হাসিনা।’

যুবলীগের নেতৃত্ব কমিটির বাইরে থেকে আসার কথা শোনা যাচ্ছে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুবলীগের বাইরে থেকে নেতৃত্ব আসবে এমন কথা আমি জানি না। স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের কাউন্সিলরা যদি মনে করেন বাইরে থেকে কাউকে আনবেন, সেক্ষেত্রে তাদের সিদ্ধান্ত। সর্বোপরি আমাদের নেত্রী আছেন, তিনি হলেন সবার অভিভাবক। তিনি যেটা ভালো মনে করবেন, আমরা সেটাই ভালো মনে করবো।’

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন নাছিমসহ স্বেচ্ছাসেবক লীগ নেতারা।

 

/এমএইচবি/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা