X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভারত সফরকালে করা চুক্তির বিষয়ে জানতে প্রধানমন্ত্রীকে বিএনপির চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৯, ১৪:২২আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৫:০৭

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ভারত সফরের সময় করা চুক্তির বিষয়ে জানতে চিঠি দিয়েছে বিএনপি। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে চিঠিটি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ‘দুপুর পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।’

বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে বিপ্লব বড়ুয়া তাদের অভ্যর্থনা জানান এবং আপ্যায়ন করান। এসময় তিনি বিএনপি নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। চিঠিটি গ্রহণ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এখন সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে রয়েছেন। তার পক্ষে আমি আপনাদের চিঠি গ্রহণ করলাম। তিনি দেশে ফেরার পরে আপনাদের চিঠিটি পৌঁছে দেবো।’

বিএনপির যুগ্ম-মহাসচিব আলাল বলেন, ‘বিএনপি মহাসচিব স্বাক্ষরিত প্রধানমন্ত্রী বরাবর লেখা একটি চিঠি নিয়ে এসেছিলাম। চিঠিতে বলা আছে, সম্প্রতি ভারত ও অন্যান্য দেশে সফরকালে সেসব চুক্তি করা হয়েছে তা জনসম্মুখে প্রকাশ এবং তার মধ্যে দেশের স্বার্থবিরোধী কিছু আছে কিনা, সেটা পর্যালোচনা করার সুযোগ দেওয়া হোক।’

বিপ্লব বড়ুয়ার হাতে চিঠিটি তুলে দেওয়া হয় তিনি বলেন, ‘আমরা দেখেছি শুধু জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধানমন্ত্রী কথা বলেছেন। কিন্তু এ সম্পর্কে জাতীয় সংসদে আলোচনা হয়নি। এমনকি রাষ্ট্রপতির কাছেও ফাইল গিয়েছে কিনা সাধারণ মানুষ কিছু জানে না। সংবিধানের ১৪৫/ক ধারায় এটা সংসদে পেশ করার এবং জনগণের জানার অধিকার রয়েছে। জনগণের সমর্থিত দল হিসেবে বিএনপি এই দায়িত্ব পালনে অগ্রসর হয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। অবিলম্বে এটা সংসদে আলোচনার টেবিলে আনা হোক। যাতে এটা পাবলিক ডিসকাশনের ব্যবস্থা হয়।’

সংসদে বিএনপির প্রতিনিধিরা বিষয়টি উত্থাপন না করে কেন চিঠি দেওয়া হলো—এ প্রশ্নের জবাবে আলাল বলেন, ‘সংসদে আমাদের এমপিরা কয়েক দফা এ ব্যাপারে কথা বলার চেষ্টা করেছেন, নোটিশ দিয়েছেন। তাদের সে নোটিশ গ্রহণ করা হয়নি। কথা বলার সুযোগ দেওয়া হয়নি। আমরা উপায় না পেয়ে চিঠি দিলাম।’

/এএইচআর/এমএইচবি/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা