X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

দেশে ’৭৪-এর ভয়ানক ছায়া দেখতে পাচ্ছি: সেলিমা রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৯, ১৮:৩৬আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৯:৩০

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান

দেশে আবার সেই চুয়াত্তরের ভয়ানক ছায়া দেখতে পাচ্ছি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেছেন, ১৯৭৪ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন দুর্ভিক্ষ, খুন-গুম, ধর্ষণ, নৈরাজ্য, দ্রব্যমূল্যের দাম ব্যাপক হারে বেড়েছিল। বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় সেই একই পন্থায় দেশ পরিচালনা করছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সে সময়ে আওয়ামী লীগ সরকার বাকশাল প্রতিষ্ঠা করতে পারেনি। কারণ, জনগণ ঐক্যবদ্ধ ছিল। বর্তমান স্বৈরাশাসক পতন করতে হলে জনগণকে আবার ঐক্যবদ্ধ হতে হবে।  বাংলাদেশের জনগণ কখনও এই দেশে বাকশাল কায়েম করতে দেবে না।

সেলিমা রহমান বলেন, একটি হায়েনা স্বৈরাশাসক বাংলাদেশকে গ্রাস করছে। আপনারা লক্ষ্য করবেন, সারা দেশের বিভিন্ন জায়গায় সকাল ছয়টা থেকে এই রোদে গরমে বৃদ্ধ, মহিলা শিশু সন্তানকে কোলে নিয়ে এক কেজি পেঁয়াজের জন্য দাঁড়িয়ে আছে। সেখানে ধস্তাধস্তি হ‌চ্ছে, একপ্রকার যুদ্ধের মধ্য দিয়ে এক কেজি পেঁয়াজ কিনতে হচ্ছে। কেন তাদেরকে এভাবে পেঁয়াজ কিনতে হয়? এর কারণ হলো দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্রের সরকার থাকলে দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকতো। আর তা‌দের এভা‌বে পেঁয়াজ কিন‌তে হ‌তো না।

পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে দেশে গুম খুন ধর্ষণ হত্যা এবং ক্যাসিনো দুর্নীতি ঢাকা হচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, এরপরে দাম বাড়াবে চালের। চালের দাম বাড়িয়ে পেঁয়াজের ইস্যু‌কে ঢাকা হবে, এরপরে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে এ সমস্ত ইস্যুকে ঢাকা হবে।

তিনি আরও বলেন, একটি হায়েনা সরকার শুধুমাত্র ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য জনগণকে বিপদে ফেলছে। খালেদা জিয়াকে কারাগারে আটক করে রেখেছে। কারণ, তারা জানে খালেদা জিয়া বাইরে থাকলে তারা এই গণতন্ত্রকে হত্যা করতে পারবে না। জনগণকে বিপ‌দে ফেল‌তে পার‌বে না।

এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এই স্বৈরাচারের যেমন পতন দরকার তেমনি যে সিন্ডিকেট দ্রব্যমূল্য বাড়িয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপি'র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ‌কৃষকদ‌লের সদস্য স‌চিব কৃ‌ষি‌বিদ হাসান জা‌বিদ তুহিন প্রমুখ।

 

/এইচএন/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সামরিক বাহিনীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন জরুরি’
সামরিক বিচার ব্যবস্থা নিয়ে সেমিনারে বিমান বাহিনী প্রধান‘সামরিক বাহিনীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন জরুরি’
ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা, ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল
ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা, ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল
বরেন্দ্র অঞ্চলে পানির জন্য বাড়ছে হাহাকার
বরেন্দ্র অঞ্চলে পানির জন্য বাড়ছে হাহাকার
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট