behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট০৫:৫৪, ডিসেম্বর ১১, ২০১৫

BNP Comiti meetingবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শুরু করেছে। বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
এ বিষয়ে নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। বৈঠকটি ঘণ্টা দুয়েক ধরে চলার কথা রয়েছে। তবে বৈঠক শেষে সাংবাদিকদের কোনও ব্রিফিং করা হবে না বলে জানিয়েছেন তিনি।
বৈঠকে স্থায়ী কমিটির ১৯ সদস্যের মধ্যে ৯ জন উপস্থিত আছেন। চেয়ারপারসন খালেদা জিয়াসহ উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, বাবু গয়েশ্বর রায় চৌধুরী।
অসুস্থ থাকায় বৈঠকে উপস্থিত হতে পারেননি ডক্টর আর এ গনি, এম শামসুল ইসলাম, তরিকুল ইসলাম, মোশারফ হোসেন, এম কে আনোয়ার।
এছাড়া আত্মগোপনে থাকায় বৈঠকে উপস্থিত হতে পারেননি মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

দেশের বাইরে থাকায় উপস্থিত হতে পারেননি নজরুল ইসলাম খান এবং প্রবাস জীবনযাপনের কারণে অনুপস্থিত ছিলেন তারেক রহমান।

ইতোমধ্যে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হয়েছে আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর।

/এসটিএস/এনএস/এএইচ/

Ifad ad on bangla tribune

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ