X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মাঠে নামছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৫, ০৩:১৪আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ০৫:৪৯

islami bastobayon committee

তিন বছর বিরতির পর ফের পুনর্গঠিত হয়েছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মোর্চা সংগঠন ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে আমির ও মাওলানা আবুল হাসানাত আমিনীকে মহাসচিব করে ৩৮ সদস্যের এ কমিটির বিস্তৃতি আরও বাড়বে বলেও জানিয়েছে সংগঠনটি। এই কমিটি নিয়েই সক্রিয় হতে যাচ্ছে ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ফরায়েজি আন্দোলন।

শুক্রবার সংগঠনটির প্রচার সম্পাদক ওয়ালী উল্লাহ আরমান বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার বাদ আসর লালবাগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের নায়েবে আমির মাওলানা আব্দুল লতীফ নেজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটি পুনর্গঠিত হয়েছে।

ওয়ালী উল্লাহ আরমান জানান, বৈঠকে বাস্তবায়ন কমিটির নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, জঙ্গিবাদের দোহাই দিয়ে নিরীহ ওলামায়ে কেরামদের হয়রানি করা হচ্ছে। শিয়াদের উপাসনালয়, মন্দির এবং এদেশে কর্মরত বিদেশিদের ওপর হামলা করে সাম্রাজ্যবাদী গোষ্ঠীর ঘৃণ্য মিশন বাস্তবায়নের পথ খুলে দেওয়া হচ্ছে। এসব ষড়যন্ত্র প্রতিহত না করলে বাংলাদেশের ভবিষ্যত কী হবে তা বলা মুশকিল।’

সভায় আল্লামা শাহ আহমদ শফীকে প্রধান উপদেষ্টা করে ৩৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নির্বাহী পরিষদ কমিটির সদস্য তালিকা- আমির মাওলানা আব্দুল লতিফ নেজামী,  মাওলানা মোস্তফা আজাদ,শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান, মাওলানা মুফতি তৈয়েব, মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা মহি উদ্দিন ইকরাম, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, মাওলানা আবু তাহের জিহাদী, যুগ্ম মহাসচিব মাওলানা ফযলুর রহমান, মাওলানা আহলুল্লাহ ওয়াসেল, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মুফতি রেজাউল করীম, মাওলানা জাকির হোসাইন খান, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা শেখ লোকমান, মাওলানা রেজাউল করীম কাসেমী, মাওলানা আলতাফ হুসাইন, মাওলানা আহসান হাবীব, সহকারী মহাসচিব মাওলানা এহতেশাম সরোয়ার, মাওলানা আব্দুল মালেক চৌধুরী, মাওলানা আব্দুল হক কাওসারী, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাশেম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি সাখাওয়াত হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা রেদওয়ানুল বারী সিরাজী, মাওলানা আতাউর রহমান, প্রচার সম্পাদক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সহ প্রচার সম্পাদক মাওলানা তোফায়েল গাজালি, মাওলানা আনসারুল হক ইমরান, দফতর সম্পাদক মাওলানা রিয়াজত উল্লাহ।

প্রসঙ্গত, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে তৈরি হয় ইসলামি আইন বাস্তবায়ন কমিটি। তিনি ধর্মভিত্তিক একাধিক দলের মোর্চার সংগঠন ইসলামি আইন বাস্তবায়ন কমিটির আমির হিসেবে ২০১২ সালের ১১ ডিসেম্বর মারা যাওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। সেই সময়ে নারী নীতি, হাইকোর্টের ফতোয়া বিরোধী রায় এবং ধর্মহীন শিক্ষানীতি বাতিলের দাবিতে আন্দোলন করে এ কমিটি। এসব ইস্যুতে সারাদেশে হরতাল, সমাবেশ, বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি পালন করা হয়।

৩ বছর পর প্রকাশ্যে আসছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি জোট না ভেঙেই এক হচ্ছে ধর্মভিত্তিক দলগুলো

 

/সিএ/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক