X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

আ. লীগের পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্মেলন শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৯, ০৪:৩৫আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ০৪:৩৭

আওয়ামী লীগ

পরিবেশ ও জলবায়ু নিয়ে আওয়ামী লীগের দুই দিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে বৃহস্পতিবার (২৮ নভেম্বর)। শেষ দিনে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে মোট ছয়টি সেশন অনুষ্ঠিত হয়। এতে দেশীয় বিশেষজ্ঞের পাশাপাশি বিশ্বের ২০টি দেশের শিক্ষক ও গবেষকরা অংশ নেন।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

‘টেকসই ভবিষ্যতের জন্য সবুজ পরিবেশ’ থিম নিয়ে ‘এনভায়রনমেন্টাল সলিউশনস ফর সাসটেইনেবল ডেভলপমেন্ট: টুওয়ার্ডস ডেভেলপড বাংলাদেশ’ শীর্ষক এই সম্মেলন বুধবার (২৭ নভেম্বর) উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান।

এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শেষ সেশনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সম্মেলনে থিম স্পিকার ছিলেন প্রফেসর ইমেরিটাস ড. আইনুন নিশাত, প্লানারি স্পিকার ছিলেন যুক্তরাষ্ট্রের শিক্ষক ও গবেষক ড. গ্রেগ হাওয়ার্ড এবং ভারতের ড. ডি কে মাইতি।

পরিবেশ নিয়ে আয়োজিত এই সম্মেলনে গত দুই দিনে ২২টি ভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিষয়গুলো হলো- গ্লোবাল এনভারনমেন্টাল চেঞ্জ অ্যান্ড ইকোসিস্টেমস ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ, মাইগ্রেশন অ্যান্ড অ্যাডাপটেশন, এনভায়রনমেন্টাল পলিউশন, টক্সিকোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, এসডিজি অ্যাচিভমেন্ট অব বাংলাদেশ, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট, গ্রিন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট, কেমিক্যাল ম্যানেজমেন্ট অ্যান্ড সেইফ হ্যান্ডলিং,  ওয়েস্ট ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ, এনভায়রনমেন্ট, গভর্নেন্স অ্যান্ড পলিটিক্স, আরবান প্ল্যানিং অ্যান্ড এপিডেমিকস, এনভায়রনমেন্টাল পলিসিজ অ্যান্ড ক্লাইমেট জাস্টিজ, ব্লু-ইকোনমি, ডি-ফরেস্টেশন অ্যান্ড বায়োডাইভারসিটি, ইনোভেশন ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড রেডিওঅ্যাকটিভ ওয়েস্ট ম্যানেজমেন্ট, অ্যাগ্রোইকোনমি অ্যান্ড ফুড সিকিউরিটি, ম্যাসমিডিয়া ইন এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি, এনার্জি অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, ডিজাস্টার অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট,  রোহিঙ্গা ক্রাইসিস অ্যান্ড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট।

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবেশ নিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পরিবেশ দূষণের কারণ, সমাধানের উপায়,  জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জসহ আনুষাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন দেশি-বিদেশি শিক্ষক-গবেষক এবং পরিবেশবিদরা।’

 

 

 

/এমএইচবি/এএইচ/
সম্পর্কিত
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
সর্বশেষ খবর
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা