X
শুক্রবার, ১৬ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২

পাটকল শ্রমিকদের পাওনা না দিলে বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুমকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৯, ১৭:১০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৭:১২

সিপিবির সংহতি অবস্থান

 

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের পাওনা বুঝিয়ে না দিলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করে অবস্থান ধর্মঘটের হুমকি দিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে পাটকল শ্রমিকদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে সিপিবির সংহতি অবস্থানে তিনি এই হুমকি দিয়েছেন। তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বন্ধ করে আগে পাটকল শ্রমিকদের পাওনা পরিশোধের আহ্বান জানান। 

মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘ঘাম শুকানোর আগে শ্রমিকের ন্যায্য মজুরি পরিশোধ না করা গুনাহের কাজ। এখন পর্যন্ত যারা শ্রমিকদের মজুরি পরিশোধ করেনি, তাদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। এই রাষ্ট্রে এত কারখানা, এর দেখভাল করার দায়িত্ব আওয়ামী লীগ সরকারের। আমি এই কথা তাদেরকে সতর্ক করে বলতে চাই, এই অন্যায় অত্যাচার কিছুতেই বরদাশত করা হবে না। ’

মুজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন, ‘১৫ সপ্তাহের বেতন দেওয়া হয়নি। শ্রমিকেরা এখন অনশনে বসছে। দেশের প্রায় সব জায়গায় শ্রমিকদের সংগ্রাম চলছে। অবিলম্বে টাকা রিলিজ করেন, যতদিন শ্রমিকদের বেতন না দিচ্ছেন, ততদিন বাংলাদেশ ব্যাংকে হুকুম দেন, কোনও সচিব-আমলাদের একটি পয়সাও দেওয়া হবে না। আগে শ্রমিকের পাওনা পরিশোধ করুন। আর না হলে আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, বাংলাদেশ ব্যাংক ঘেরাও করে বসে থাকবো। এক টাকাও এখন থেকে কোনও মন্ত্রণালয়ে যাবে না।’  এসময় তিনি সিপিবির একটি প্রতিনিধি দল খুলনায় পাটকল শ্রমিকদের সঙ্গে আন্দোলনে সংহতি প্রকাশ করতে যাবে বলেও জানান।

সংহতি অবস্থানে আরও বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা আবদুল্লাহ হিল কাফি, সাধারণ সম্পাদক জলি তালুকদার,  বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায় প্রমুখ।

 

/এসও/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এস্পানিওলকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
এস্পানিওলকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা
আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২৮ জুন
আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২৮ জুন
আজ জুমার পর গণঅনশনে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা
আজ জুমার পর গণঅনশনে যাচ্ছেন জবি শিক্ষার্থীরা
বাজেটে উল্লেখযোগ্যভাবে শিক্ষা বরাদ্দ নিশ্চিত করুন: সাকি
বাজেটে উল্লেখযোগ্যভাবে শিক্ষা বরাদ্দ নিশ্চিত করুন: সাকি
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সতর্ক করে জরুরি নির্দেশনা মাউশির
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
কমলো স্বর্ণের দাম, কার্যকর শুক্রবার থেকে
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
সাতক্ষীরার হিমসাগর আমে বাজার সয়লাব, কেজি ৪৫ টাকা
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ অনুমোদন
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক
ফ্যাক্টরি পোড়ানোর হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে বিমানবন্দর থেকে আটক