X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান বিএনপির মেয়র প্রার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২০, ১৪:৪৯আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৫:৪১

ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন ইশরাক হোসেন ও তাবিথ আওয়াল
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান দলের দুই মেয়র প্রার্থী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়ে আইজি প্রিজন ও জেল সুপার বরাবর চিঠি দিয়েছেন তারা। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে মতিঝিলে এক অনুষ্ঠান শেষে চিঠি দেওয়ার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী  ইশরাক হোসেন। এসময় তার পাশে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে (ডিএনসিসি) দলের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

ইশরাক হোসেন বলেন, ‘আজ আমি ও তাবিথ আউয়াল ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের কাছে দোয়া নিতে এসেছিলাম। আমাদের কারাবন্দি নেত্রী খালেদা জিয়ার কাছেও যেতে চাই। সেজন্য আজ সকালে আইজি প্রিজন এবং জেল সুপার বরাবর একটি আবেদন করেছি। সরকারের কাছে আমরা আবেদন জানাবো, তারা যেন আবেদনটি গ্রহণ করে তার কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ করে দেন।’

ঢাকা সিটি নির্বাচনের পরিবেশ নিয়ে কিছু বলার নেই বলে উল্লেখ করে অবিভক্ত ঢাকা সিটির প্রয়াত মেয়র সাদের হোসেন খোকার ছেলে ইশরাক বলেন, ‘এখনই বোঝা যাচ্ছে এই সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে ফলাফলকে নিজেদের করে নেওয়ার চেষ্টা করছে। তবে আমি বলতে চাই, আমাদের প্রাথমিক বিজয় হয়ে গেছে। আমরা প্রার্থী হওয়ার পর সরকার এতই ভীত হয়ে গেছে যে তারা প্রশাসনকে সর্বোচ্চ ব্যবহার করছে। তবুও জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত নির্বাচনের মাঠে থেকে লড়ে যাব।’

সব বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকার অঙ্গীকার করে বিএনপির আরেক মেয়র তাবিথ আউয়াল বলেন, ‘আমরা জেনে-শুনে এ নির্বাচনে নেমেছি। ক্ষমতাসীন দলের যে অনিয়ম দেখছি তাতে এখনই স্পষ্ট যে নির্বাচন সুষ্ঠু  হবে না।’

আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনে ভোটগ্রহণের কথা রয়েছে। এই ভোট ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) অনুষ্ঠিত হবে।

 

/এএইচআর/এফএস/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বশেষ খবর
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা