X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

বৃষ্টি এলে উন্নয়নের জোয়ারে ঢাকার রাস্তাঘাট ভেসে যায়: ইশরাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২০, ১৪:৩৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৬:১৮

বৃষ্টি এলে উন্নয়নের জোয়ারে ঢাকার রাস্তাঘাট ভেসে যায়: ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এই সরকারের আমলে আমাদের প্রাণপ্রিয় ঢাকা নগরীকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তারা দেখাচ্ছেন অনেক উন্নয়ন হয়েছে। অথচ আমরা দেখছি বৃষ্টি এলে উন্নয়নের জোয়ারে ঢাকার রাস্তাঘাট ভেসে যায়।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে নির্বাচনি প্রচারণার অষ্টম দিনে নগরীর কদমতলী এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘গত ৯ বছর এই সরকারের অধীনে দুই সিটি করপোরেশন পরিচালিত হয়েছে। এই সময়ে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। আমি এখানে আসার সময়ও দেখেছি এই এলাকায় একটি বড় নর্দমা রয়েছে। নর্দমাগুলো ময়লা আর আবর্জনায় ভরে গেছে। তার সঙ্গে রয়েছে ঘনবসতি। এই যে দূষিত পরিবেশ, তার সঙ্গে মানুষের বসবাস। আপনারা জানেন, বিশ্বের সবচেয়ে দূষিত ও বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকা এক নম্বরে রয়েছে। মাস দুয়েক আগে নারী ও শিশুদের জন্য বসবাসের অযোগ্য শহরের তালিকা করা হয়। সেখানেও ঢাকার অবস্থান এক নম্বরে হয়েছে।’

বৃষ্টি এলে উন্নয়নের জোয়ারে ঢাকার রাস্তাঘাট ভেসে যায়: ইশরাক

সরকারের সমালোচনা করে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, ‘আপনারা একটু চিন্তা করে দেখেন, গত ১৩ বছরে এমন কোনও অপকর্ম নেই যেটা এই সরকার করেনি। শেয়ার মার্কেট লুট, বাংলাদেশ ব্যাংক লুট, রিজার্ভ থেকে সোনা লুট, সরকারি ব্যাংক লুট, ধর্ষণ, ভোটের অধিকার হরণ ও জনগণের অধিকার হরণসহ সবকিছুই তারা করেছে।’

ইশরাক হোসেন বলেন, ‘সরকার পদ্মা সেতুর একটা স্প্যান বসায়, আবার সেটাকে উদ্বোধন করে। এই ব্রিজ কবে খুলবে, কবে আমরা ব্যবহার করতে পারবো, আমরা কেউই জানি না। আজ এক টাকার জিনিস ২০ টাকা হচ্ছে। জনগণের টাকা অপচয় করা হচ্ছে। ঢাকা যানজটে জর্জরিত নগরীতে পরিণত হয়েছে। অথচ তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেবো। খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করবো। বাংলাদেশকে আবারও স্বাধীন করবো। আগামী ৩০ তারিখ আপনারা ভোটকেন্দ্রে যাবেন। কোনও বাধা-বিপত্তি মানবেন না। বিএনপি যে আন্দোলনের সূচনা করেছে ৩০ তারিখে ভোট দিয়ে সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন।’

/এসএস/এএইচ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী