X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘নির্বাচনি নিম্নচাপ’ সৃষ্টি করতে চায় বিএনপি, ইসিকে ১৪ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২০, ১৭:৪৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ২৩:৪৪

‘নির্বাচনি নিম্নচাপ’ সৃষ্টি করতে চায় বিএনপি, ইসিকে ১৪ দল ঢাকার দুই সিটি নির্বাচনকে বিএনপি বিতর্কিত করতে চায় বলে নির্বাচন কমিশনের (ইসি) কাছে অভিযোগ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। ইসির সঙ্গে বৈঠকে জোটের নেতারা বলেছেন, বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় না। তারা নির্বাচনের দিন অরাজকতা সৃষ্টির জন্য ঢাকার বাইরে থেকে সন্ত্রাসীদের ঢাকায় এনে জড়ো করছে। দলটি আসলে ‘নির্বাচনি নিম্নচাপ’ সৃষ্টি করতে চায়।

বুধবার (২৯ জানুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মতবিনিময় শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান জোটের জ্যেষ্ঠ নেতা ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। তিনি বলেন, বহিরাগত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য কমিশনের প্রতি দাবি জানিয়েছেন তারা।

দিলীপ বড়ুয়ার নেতৃত্বে ১৪ দলের ৯ সদস্যের প্রতিনিধি দল এদিন বৈঠকে যোগ দেয়। পরে সেখানে এসে পৌঁছান ১৪ দলের অন্য দুই নেতা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদৎ হোসেন এবং কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম। দিলীপ বড়ুয়া ছাড়া প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কামরুল আহসান, জাতীয় পার্টির (জেপি) সভাপতিমণ্ডলীর সদস্য এজাজ আহমেদ মুক্তা, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, তরিকত ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ফারুকী এবং জাসদের সদস্য মোহাম্মদ মোহসিন।

নির্বাচন কমিশনের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এছাড়া নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর মতবিনিময়ে উপস্থিত ছিলেন।

সংবাদ ব্রিফিংয়ে দিলীপ বড়ুয়া আরও বলেন, তারা এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় থাকায় ইসিকে ধন্যবাদ জানান। নির্বাচনের দিন পর্যন্ত এমন পরিবেশ বজায় রাখতে যা করণীয় তা-ই করতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন তারা। পাশাপাশি আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ বজায় রাখার জন্য ইসির প্রতি আহ্বান জানিয়েছেন তারা। ইসির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

/এমএইচবি/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
ভোটারদের কাছে পৌঁছাতে ভারতীয় নির্বাচনি কর্মকর্তাদের প্রস্তুতি কেমন?
৪০০ আসনে জিততে চায় মোদির এনডিএ জোট, কী বলছে জরিপ?
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন