X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

করোনা প্রতিরোধের প্রাক-প্রস্তুতিতে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২০, ১৩:২৮আপডেট : ১০ মার্চ ২০২০, ১৩:৩৩

করোনা প্রতিরোধের প্রাক-প্রস্তুতিতে সরকার ব্যর্থ: মির্জা ফখরুল

করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য যে প্রাক-প্রস্তুতির প্রয়োজন ছিল, সেটি নিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

করোনা ভাইরাসের ব্যাপারে জনসচেতনতা নিশ্চিত করতে যে উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল, সরকার তা নেয়নি বলেও দাবি করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘মুজিববর্ষ পালনের ডামাডোলে জনস্বার্থ অবহেলা করে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য যে প্রাক-প্রস্তুতি প্রয়োজন ছিল, তাও নিতে ব্যর্থ হয়েছে সরকার।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকারি ঘোষণা অনুযায়ী, অন্তত তিন জন নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। গতকালও বিদেশ ফেরত আরও তিন জন বাংলাদেশিকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা, দেশের অনেক বিশেষজ্ঞ ও প্রতিষ্ঠান গত বেশ কিছু দিন ধরে এই সমস্যার সম্ভাবনার কথা বারবার বলার পরও সরকার শুধু জনগণকে আশ্বস্ত করেছে। কাজের কাজ যে কিছু করেনি তার প্রমাণ হলো ইতালি থেকে ঢাকা ফেরত দুই ভাইয়ের রোগ বিমান বন্দরে শনাক্ত হয়নি। দেশের ফেরার চার দিন পর যখন তাদের অবস্থার অবনতি ঘটে, তারা নিজেরাই যখন চিকিৎসায় উদ্যোগী হয়েছেন, তখন সরকার তাদের হাসপাতালে স্থানান্তর করেছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘ইতোমধ্যে তাদের একজনের স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে না নেওয়া সরকারের আরেকটি ব্যর্থতা। তিন দিন পর গতকাল এমন ৪০ জনকে কোয়ারেন্টাইনে নেওয়ার কথা জানা গেল।’

তিনি আরও বলেন, ‘মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের প্রয়োজন বাড়বে জানার পরও তা যথেষ্ট পরিমাণে আমদানি বা উৎপাদনের কোনও ব্যবস্থা না নেওয়ায় রবিবার সন্ধ্যার মধ্যেই বাজারে এসব জিনিসের দাম কয়েকগুণ বেড়ে গেছে। ৪-৫ টাকার মাস্ক ৫০-৬০ টাকায় বিক্রি হয়েছে। সন্ধ্যার পর বাজারে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায়নি।’

এখন পর্যন্ত সামান্য যে কয়টি হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসার কথা বলা হচ্ছে, সেগুলোর মান নিয়ে প্রশ্ন আছে বলেও দাবি করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘এ ব্যাপারে সরকারের ব্যর্থতা জনগণ কখনও ক্ষমা করবে না। কারন জনগণ ১৯৭৪ এর মতো আরেকবার গণমৃত্যুর শিকার হতে চায় না।’

করোনা ভাইরাসের কারণে আগামী দুই সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবিও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা