X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বিএনপির মহাসচিব দায়িত্বহীন ব্যক্তি: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২০, ১৪:২১আপডেট : ১০ মার্চ ২০২০, ১৯:১১

বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন দায়িত্বহীন ব্যক্তি বলে অভিহিত করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘মির্জা ফখরুল কীভাবে বলতে পারেন বিদেশি অতিথিরা আসবেন না, তাই মুজিববর্ষের প্রোগ্রাম বাতিল করা হয়েছে। এটা হাস্যকর ও দায়িত্বহীন বক্তব্য।’

মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে জাতীয় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত ‘মুজিব মানে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘‘বিএনপির যে দায়িত্ববোধ নেই, হীনমন্যতায় ভুগছে, দেউলিয়া হয়ে গেছে—তার প্রমাণ দলটির মহাসচিবের বক্তব্য। যেখানে শেখ হাসিনাকে অভিনন্দন জানাবেন যে ‘আপনারা দায়িত্ব নিয়ে কাজ করেছেন, প্রোগ্রাম ছোট করেছেন’। তা না বলে বলেছেন সরকার নাকি করোনার বিষয় চেপে রাখছে। তাদের দায়িত্ববোধ নেই, এজন্যই তাদের দলের নেত্রীর মুক্তির জন্য কাকুতি-মিনতি করতে হয়। কাকুতি মিনতি করে তাদের দলের নেত্রীর মুক্তি চাইতে হয়। পৃথিবীর ইতিহাসে কোনও রাজনৈতিক দলের এমন কাকুতি-মিনতি করার ইতিহাস নেই। আমরা লড়াই-সংগ্রাম করে আমাদের নেত্রীকে মুক্ত করেছিলাম, কাকুতি মিনতি করিনি কখনও।’’

তিনি বলেন, ‘শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করা হয়নি, চার নেতাকেই হত্যা করা হয়নি, ইতিহাসকেও হত্যা করা হয়েছে। ৭ মার্চের ভাষণকেও হত্যার চেষ্টা করা হয়েছে খালেদা জিয়া আর জিয়াউর রহমানের আমলে।’

নাসিম বলেন, ‘আজকে করোনা ভাইরাস একটি দুঃসময় পরিণত করেছে। আমার বিশ্বাস দেশের স্বাস্থ্য খাত ও চিকিৎসকরা অত্যন্ত শক্ত। এই বাংলাদেশ পোলিও, ধনুষ্টংকার, কলেরা ও যক্ষ্মামুক্ত হয়েছে অনেক আগেই। দুরারোগ্য রোগ ধ্বংস করে দিয়েছি আমরা। সাহস ও ধৈর্য নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে পারলে ইনশাল্লাহ আমরা জয়ী হতে পারবো।’

আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতখানি জনবান্ধব দেখেন, একটা বিশাল কর্মসূচি ক্যানসেল করেছেন দেশের মানুষের জন্য। দেশের মানুষের ভালোর জন্য। তিনি বলেছেন, মুজিববর্ষে বিশাল সমাবেশ দরকার নেই, দরকার মানুষকে বাঁচানোর।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ড. আবদুল মান্নান চৌধুরী প্রমুখ।

/এইচএন/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি