X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রুবানা হকের বক্তব্য রাজনৈতিক উসকানিমূলক: জাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২০, ২০:৩৫আপডেট : ০৫ জুন ২০২০, ২০:৫৮

জাতীয় সমাজতান্ত্রিক দল তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হকের শ্রমিক ছাঁটাই বিষয়ক বক্তব্যকে রাজনৈতিক দুরভিসন্ধি ও উসকানিমূলক মনে করছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শুক্রবার (৫ জুন) গণমাধ্যমে পাঠানো সংগঠনটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার স্বাক্ষরিত বিবৃতিতে এমন মন্তব্য করা হয়।
জাসদ বলছে, ‘বৈশ্বিক ও জাতীয় দুর্যোগের মধ্যে কীভাবে শিল্প-কলকারখানা চলবে, শ্রমিকদের চাকরি ও জীবিকা রক্ষা হবে তা নিয়ে দেশে সরকারসহ অর্থনীতিবিদদের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ও সম্প্রদায় সচেতন আছে। ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন সবাই। এমন পরিস্থিতিতে রুবানা হকের অসত্য বক্তব্য দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের হুমকি দেওয়া পরিস্থিতি ঘোলাটে করার রাজনৈতিক দুরভিসন্ধি ও উসকানি ছাড়া আর কিছুই না।’
দলটি উল্লেখ করেছে,  শ্রমিকদের বেতন দিতে যেন সুবিধা হয় সেজন্য সরকার পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে। ইউরোপীয় ইউনিয়ন ৪ হাজার ৯০০ কোটি টাকা অনুদান দিয়েছে। বাতিল হওয়া রফতানি কার্যাদেশ বৈদেশিক ক্রেতারা পুনর্বহাল করেছেন।
বিবৃতিতে দাবি করা হয়, ‘দুর্যোগকালে শ্রমিক ছাঁটাই করা যায় না। এ ব্যাপারে আইএলও কনভেনশনসহ সুনির্দিষ্ট আন্তর্জাতিক ও জাতীয় আইন আছে।’ 

জাসদ নেতাদের কথায়, ‘সরকারের সঙ্গে কোনও সমন্বয় ছাড়া রুবানা হকের যা ইচ্ছে তাই বলার কোনও এখতিয়ার নেই। বিজিএমইএ সভাপতি বা কারখানার মালিক হওয়া মানে শ্রমিক কিংবা দেশের মালিক হয়ে যাওয়া না। এর আগে সরকারের সঙ্গে কোনও সমন্বয় ছাড়া রুবানা হক নিজের ইচ্ছামতো কারখানা একবার খোলা এবং একবার বন্ধ করার ঘোষণা দিয়ে লাখ লাখ শ্রমিককে অবর্ণনীয় অমানবিক দুর্দশার মধ্যে ফেলেছিলেন। শ্রমিকদের নিয়ে রুবানা হকের ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে।’
দলটির অভিযোগ, ‘বছরের পর বছর ধরে সরকারি প্রণোদনা ও সব ধরনের সুযোগ-সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে ভোগ করার পরও শ্রমিকের বেতন-ভাতার প্রশ্ন এলেই নিজেদের ভিক্ষুক দাবি করে তৈরি পোশাক কারখানা মালিকরা। তারা বছরের পর বছর শ্রমিকের শ্রমে সীমাহীন সম্পদ-বিত্ত-বৈভবের মালিক হয়েছেন, দুই একটি ব্যতিক্রম ছাড়া তারা জাতীয় দুর্যোগে দেশের জনগণের প্রতি তো কোনও সামাজিক দায়িত্ব পালন করেনই না, শ্রমিকদের প্রতিও কোনও দায়িত্ব কাঁধে নেন না তারা। শ্রমিকদের সব দায়দায়িত্ব সরকারের ওপর চাপিয়ে দেওয়ার এই নির্লজ্জ অমানবিক আচরণ বন্ধ করতে হবে। ’

শ্রমিকদের নিয়ে মালিকদের ছিনিমিনি খেলার বিরুদ্ধে সরকারের সুনির্দিষ্ট বক্তব্য ও অবস্থানের দাবি জানানো হয় জাসদের বিবৃতিতে।
এ মাস থেকেই তৈরি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই শুরু হবে বলে জানান বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক। বৃহস্পতিবার (৪ জুন) ‘স্টেট অব দ্য আর্ট কোভিড-১৯ ল্যাব’ উদ্বোধন উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলা ট্রিবিউনের এক প্রশ্নের জবাবে রুবানা হক বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বে ভোক্তাদের চাহিদা কমে যাচ্ছে। দেশের পোশাক কারখানার কাজও প্রায় ৫৫ শতাংশ কমেছে। এমন অবস্থায় জুন থেকেই শ্রমিক ছাঁটাই করা হবে। এ ব্যাপারে আমাদের মালিকদের কিছুই করার নেই।’
আরও পড়ুন-
পোশাক শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা মেনে নেওয়া যায় না: মান্না
জুন থেকেই শ্রমিক ছাঁটাই শুরু: রুবানা হক

 

/এইচএন/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া