X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী গণতন্ত্রের সঙ্কট অস্বীকার করেছেন: লে জে (অব.) মাহবুব

সালমান তারেক শাকিল
১২ জানুয়ারি ২০১৬, ২১:০৯আপডেট : ১২ জানুয়ারি ২০১৬, ২১:১১

লে.জে.(অব) মাহবুবুর রহমানমঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গণতন্ত্রের সঙ্কট’ অস্বীকার করেছেন বলে মনে করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লে. জে. মাহবুবুর রহমান।
বুধবার রাতে পৌরসভার কাজ শেষে পঞ্চগড় থেকে ফেরার সময় মোবাইলে বাংলা ট্রিবিউনকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেবেন-এমনটা জানিয়ে মাহবুবুর রহমান বলেন, আমি প্রধানমন্ত্রীর বক্তব্য যতটুকু শুনেছি, তাতে গণতন্ত্রের জন্য আশান্বিত হওয়ার কোনও বিষয় ছিল না।
প্রধানমন্ত্রী বিগত বছরের শুরুতে তিন মাসের অবরোধ-হরতাল প্রসঙ্গে বিএনপির সমালোচনা করলেও মাহবুবুর রহমান মনে করেন, ওই আন্দোলনের একটি আদর্শিক দাবি ছিল। সেই আদর্শ হচ্ছে গণতন্ত্রের।
ব্যাখ্যা করে মাহবুবুর রহমান বলেন, তিন মাসের আন্দোলন যে গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ছিল, সেটি অস্বীকারের কিছু নেই। এটি একটি মহৎ সংগ্রাম ছিল। গণতন্ত্র মানেই মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা মানেই দেশের অস্তিত্বকে মেনে চলা। তো গণতন্ত্রের সঙ্কটকে পাশ কাটালো চলবে না।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তাদের এই নৃশংসতা ১৯৭১ সালে পাকিস্তানি হায়েনা ও তাদের দোসরদের নির্মমতার সঙ্গেই কেবল তুলনা করা যায়।’

এ প্রসঙ্গে লে. জে. মাহবুব বলেন, তিন মাসের আন্দোলনের কিছু ভুলভ্রান্তি ছিল। সেটি কেউ অস্বীকার করেনি। শান্তিপূর্ণ আন্দোলনের ভেতর কিছু কুচক্রি ঢুকে নাশকতা করেছে, সেই দায়-দায়িত্ব সরকারের, বিএনপির নয়।

তিনি আরও বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিন মাসের আন্দোলনে অবরুদ্ধ ছিলেন-কথাটি বাংলাদেশ কেন, গোটা বিশ্ব জানে। তার পানি, বিদ্যুৎ, ডিশ, ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়েছিল, এই বিষয়গুলো মাথায় থাকা উচিৎ।

বিএনপি অবৈধ দল, ক্ষমতাসীনদের এমন বক্তব্যের জবাবে মাহবুবুর রহমান বলেন, ২০১৪ সালের নির্বাচন অবৈধ। বর্তমান পার্লামেন্ট অবৈধ। গোটা বিশ্ব ওই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে। আরেকটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্রের উত্তোরণ সম্ভব নয়।

এদিকে আনুষ্ঠানিকভাবে বিএনপি প্রতিক্রিয়া জানাবে কি না, এ নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান।

 

/এসটিএস/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের সাবেক কোচকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট