X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যে কারণে প্রার্থী বাছাইয়ে এমপিদের রাখছে না আ. লীগ

পাভেল হায়দার চৌধুরী
২০ জানুয়ারি ২০১৬, ১৫:৪৮আপডেট : ২০ জানুয়ারি ২০১৬, ১৫:৫০

ইউপি নির্বাচনএমপিদের বিতর্কের ঊর্ধ্বে রাখা এবং তাদের ভবিষ্যত রাজনীতি নিরাপদ রাখতে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় এমপিদের জড়াতে চায় না ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের নীতি-নির্ধারণী সূত্রগুলো বলছে, মনোনয়ন প্রক্রিয়ায় এমপিদের রাখা হলে তাদের স্থানীয় রাজনীতি হুমকির মুখে পড়তে পারে। এ কারণেই তাদের সম্পৃক্ত রাখা হয়নি।
জানা গেছে, ইউপি নির্বাচনে সারাদেশে দলের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। কিন্তু এক ইউনিয়ন থেকে মনোনয়ন পাবেন মাত্র একজন। এক্ষেত্রে বাদ পড়া নেতা-কর্মীরা এমপিদের ওপর নাখোশ হবেন। তাই এ বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনায় নেওয়া হয়েছে।
সূত্রগুলো জানায়, বাদ পড়া মনোনয়ন প্রত্যাশীরা মনোক্ষুণ্ন হয়ে ওইসব এমপিদের সঙ্গে দলাদলিতে জড়াবেন। ফলে স্থানীয় রাজনীতিতে এমপিদের অবস্থান দুর্বল হয়ে পড়বে। কিন্তু কেন্দ্র যখন দলীয় প্রার্থী মনোনয়ন দেবে, তৃণমূলের রাগ-ক্ষোভ এমপিদের ওপর আর থাকবে না। যেসব জেলায় নেতারা দলের দায়িত্বও পালন করছেন আবার এমপি হিসেবেও নির্বাচিত হয়েছেন সেসব এমপিরাও প্রার্থী বাছাই প্রক্রিয়া থাকবেন না বলে জানা গেছে।
অপর একটি সূত্র জানায়, সদ্য শেষ হওয়া পৌর নির্বাচনে এমপিদের ভূমিকা আওয়ামী লীগ নীতি-নির্ধারণী মহল ভালোভাবে নেয়নি। এমপিদের প্রাধান্য থাকায় তাদের ছত্রছায়ায় বিদ্রোহী প্রার্থীর আধিক্য দেখা গেছে। পৌর নির্বাচনে এমপিরা সম্পৃক্ত থাকায় প্রার্থী বাছাইয়েও কোথাও কোথাও গলদ খুঁজে পেয়েছে আওয়ামী লীগ। এটিও এমপিদের দূরে রাখার ক্ষেত্রে একটি কারণ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা জানান, এমন কিছু এলাকা আছে যেখানে এমপিদের কথার বাইরে কিছুই হয় না। এ প্রক্রিয়ায় এমপিদের সম্পৃক্ততায় ইউনিয়ন পর্যায়ে যোগ্য প্রার্থী পাওয়া দুষ্কর হবে।

কেন্দ্রীয় কয়েকজন নেতা আরও বলেন, এমপিদের কর্তৃত্ব রাখা হলে অনেক জায়গায় এমপি বলয়ের লোকজন, আত্মীয়স্বজন মনোনয়ন দৌড়ে প্রাধান্য পাবেন। এটাও বিবেচনা করা হয়েছে।

এদিকে কেন্দ্রের এমন সিদ্ধান্তে অনেক এলাকায় নাখোশ এমপিরা। নাম প্রকাশে অনিচ্ছুক সরকার দলীয় বেশ কয়েকজন এমপি বাংলা ট্রিবিউনকে জানান, আওয়ামী লীগের এ সিদ্ধান্তে নেতাকর্মীদের কাছে এমপিদের গুরুত্ব কমে যাবে। এ সিদ্ধান্ত এমপিদের জন্যে অসম্মানজনক। বাংলা ট্রিবিউনকে অন্তত ছয়জন এমপি জানান, ইউপি নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত আমাদের বেকায়দায় ফেলে দিয়েছে। তারচেয়ে নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হলেই ভালো হতো।

কয়েকজন এমপি বলেন, ‘আমাদের রাজনীতি নিরাপদ রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে কেন্দ্র এ সিদ্ধান্ত নিলেও এটি আমাদের জন্যে যে খুব ভালো- তা বলা যাবে না। এর আগে এমপিরা দলীয় প্রতীকে ইউপি নির্বাচন না করার পক্ষে মত দিয়েছিলেন।’

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় বোর্ডসভায় সিদ্ধান্ত নেওয়া হয় ইউপি নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়ায় এমপিরা থাকবেন না। প্রার্থী বাছাই করবেন জেলা-উপজেলা ও ইউনিয়ন পরিষদের দলের সভাপতি ও সাধারণ সম্পাদক। প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠাবেন তারা। কেন্দ্রীয় বোর্ডসভায় আলোচনা করে একজন প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া হবে।

এ প্রসঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্য ও স্থানীয় সরকার/পৌর নির্বাচন মনোনয়ন বোর্ড সদস্য কাজি জাফরউল্যাহ বলেন, গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়ায় এমপিদের দূরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমপিদের সম্পৃক্ত করলে কী সমস্যা হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে।  সভাপতিমণ্ডলীর অপর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, তৃণমূলে যাতে এমপিদের রাজনীতি হুমকির মুখে না পড়ে তাই ইউপি নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় রাখা হয়নি তাদের।

জানতে চাইলে যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, দলীয় এমপিদের বিতর্কের ঊর্ধ্বে রাখা এবং তাদের ভবিষ্যত রাজনীতি নিরাপদ রাখতেই মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে।

/এফএস/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা