X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘লাদেন-জাওয়াহিরি-শায়খ আব্দুর রহমানদের সমতুল্য ইনু’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৩৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪১

রুহুল কবির রিজভী

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আল-কায়েদা নেতা লাদেন-জাওয়াহিরি এবং জেএমবি নেতা শায়খ আব্দুর রহমানদের সমতুল্য বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘কেবল একদলীয় রাজত্বেই গবু চন্দ্র মন্ত্রীরা বিরোধী দল এবং নেতানেত্রী সম্পর্কে অষ্টপ্রহর হুমকি ও অশ্রাব্য ভাষায় কথা বলতে পারেন। এ বিষয়ে ভোটারবিহীন সরকারের মন্ত্রী ও শাসক দলের নেতাদের প্রতিযোগিতায় সবচাইতে এগিয়ে আছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।’

বিএনপি এই নেতা বলেন, ‘আসলে আজকে যে জঙ্গিবাদের উৎপত্তি তা ইনুদের ৭২-৭৫’ এর সহিংস কর্মকাণ্ড থেকেই শুরু হয়। লাদেনের আবির্ভাবের আগে জঙ্গিবাদের যে স্বরূপ দেশবাসীসহ বিশ্ববাসী প্রথম দেখেছে তা হলো- ৭০ দশকের প্রথমার্ধে ইনুদের গণবাহিনীর সহিংস তাণ্ডব। সেই সময় ইনুর আচরণ ছিল লাদেন-জাওয়াহিরি ও শায়খ আব্দুর রহমানদের সমতুল্য।’

তিনি আরও বলেন, ‘এখন ইনু সাহেব তার নিহত কর্মীদের ঘাতকদের সঙ্গে ক্ষমতায় থাকতে গিয়ে শুধু সেই সময়ে নিহত জাসদের কর্মীদের অপমান করেননি, পাশাপাশি গণতন্ত্রকেও গ্রাস করে নিতে এখনও প্ররোচকের ভূমিকা পালন করে যাচ্ছেন। যারা নিজের দলের নেতাকর্মীদের আত্মত্যাগকে উপেক্ষা করে তাদের সঙ্গে বেঈমানী করতে পারে তারা ক্ষমতার ডাল থেকে পড়ে গেলেই  রাজনৈতিক আবর্জনাতে পরিণত হতে খুব বেশি সময় লাগবে না।’

রিজভী বলেন, ‘ইতিহাসে মীরজাফরের যে স্থান ইনুরা সেই স্থানেই থাকবে। খুব বেশিদিন নয়, অচিরেই দেশে গণতন্ত্র হত্যা, বিরোধী দলের নেতাকর্মীদেরকে নিধন, বিচারবহির্ভূত হত্যার ইন্ধনদাতা হিসেবে মানুষের আদালতে যাদের বিচার হবে তাদের মধ্যে ইনু ও বিচারপতি খায়রুল হকরা ওয়েটিং লিস্টে থাকবেন না, ফাইনাল লিস্টেই থাকবেন।‘

 

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা