X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
সিলেটে মির্জা ফখরুল

সরকারের কারণে দেশে খুন-খারাবি বেড়েছে

সিলেট প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১০

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জোর করে ক্ষমতা দখল করে রাখার কারণে দেশে খুন-খারাবি বেড়েছে। গণতান্ত্রিক চেতনা আজ ভূলুণ্ঠিত। কেড়ে নেওয়া হয়েছে মানুষের ভোটের অধিকারও। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালানো হচ্ছে, এ অবস্থায় দেশ এখন মহাবিপদে। এই বিপদ থেকে দেশকে রক্ষা করতে হবে। আর তৃণমূল থেকে আন্দোলন শুরু করে এই সরকারকে হটানো সম্ভব। 

রবিবার সকালে সিলেট নগরীর দরগা গেইটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে সিলেট জেলা ও মহানগর বিএনপি’র সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল হক।

সিলেটে বিএনপির সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল বলেন, প্রধান বিচারপতি যখন রাষ্ট্রপতির বাসভবনে যান, তখন আইনের শাসন লঙ্ঘিত হয়। দেশে এখন সংবিধানও সংরক্ষিত নয় বলে তার মন্তব্য। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, চারদিকে জুলুম নির্যাতনে মানুষ আক্রান্ত। সবচেয়ে ভরসার স্থল বিচারবিভাগ থেকেও মানুষে আস্থা হারিয়ে ফেলেছে।বিচার বিভাগকে সরকার নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বলেও তার অভিযোগ। 

এ সময় গুম হওয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ফিরে পাওয়ারও দাবি জানান তিনি।

 বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হাসান জীবনের পরিচালনায় সম্মেলনে উপস্থিত বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ  শাহজাহান, জেলা বিএনপির সদস্য তাহসিনা রুশদীর লুনা ও সাবেক এমপি শাম্মী আখতার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির সিলেট বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ হক, সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়া, কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য খালেদা রাব্বানী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, দিলদার হোসেন সেলিম ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি কাইয়ুম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাড়ে ১১টার দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা ও মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনের সরাসরি ভোট গ্রহণ শুরু হয়। দুপুর ১২টায় ভোট গ্রহণ শেষ হয়। ভোট গণনা শেষে সিলেট জেলা বিএনপির সভাপতি পদে আবুল কাহের চৌধুরী শামীম ও সেক্রেটারি পদে আলী আহমদ এবং মহানগর বিএনপির সভাপতি হিসাবে নাসিম হোসাইন ও সেক্রেটারি হিসাবে বদরুজ্জামান সেলিমের নাম ঘোষণা করেন ভারপ্রাপ্ত মহাসচিব। দলীয় সূত্র জানায়, মহানগরের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিফতাহ সিদ্দিকী। আর জেলার সাংগঠনিক সম্পাদক পদে এমরান আহমদ চৌধুরী ও হাসান পাটওয়ারী রিপন সমান সংখ্যক ভোট পেয়েছেন।

এর আগে ২০০৯ সালে সিলেট জেলা ও মহানগর বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছে । এরপর  ২০১৪ সালের ১৪ আগস্ট জেলা ও মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা