X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

১৫ ফেব্রুয়ারি ১৪ দলের মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২৪

১৪ দলীয় জোটআগামী ১৫ ফেব্রুয়ারি রাজধানীতে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলীয় জোট। মুক্তিযুদ্ধ ও মানবাধিকার বিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের হস্তক্ষেপ এবং মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মন্তব্যের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে রবিবার দুপুরে ১৪ দলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মোহাম্মদ নাসিম এ সিদ্ধান্তের কথা জানান।
মুক্তিযুদ্ধের পক্ষের সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে এই কর্মসূচিতে যোগদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে সারাদেশে জেলা পর্যায়ে কর্মসূচি পালন করা হবে।
পাকিস্তানের বক্তব্যকে ধৃষ্টতা আখ্যা দিয়ে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, বাংলার জনগণের পক্ষ থেকে পাকিস্তানের বক্তব্য প্রত্যাখ্যান করছি। পাকিস্তান নির্লজ্জভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। পররাষ্ট্র মন্ত্রীর প্রতি আমাদের আহ্বান থাকবে সার্ক ফোরামে যেনো এই বিষয়টি  আলোচনার উদ্যাগ গ্রহণ করেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেন।
তিনি বলেন, আমরা আশা করবো পাকিস্তানের বোধোদয় হবে। তারা আমাদের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করবে। আর তা না হলে বাংলার মানুষকে ভাবতে হবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখবে কি না?
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ১৪ দলের বৈঠকে আলোচনা হয়নি জানিয়ে নাসিম বলেন, আমরা খুব শিগগিরই এই বিষয়টি নিয়ে আরেকটি বৈঠক করবো। সেখানে এই বিষয়ে আলোচনা করা হবে।
জাসদ সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও জাসদের শিরিন আখতার প্রমুখ।
/ইএইচএস/এপিএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী