X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানবন্ধন করবে ১৪ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৩৮

১৪ দলীয় জোট যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের কটূক্তি ও মুক্তিযুদ্ধকে অবমাননা করে খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। আগামী ১৫ ফেব্রুয়ারি গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ১৪টি স্পটে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করবে তারা।  
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নগর ১৪ দলের সমন্বয়ক ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ কর্মসূচির ঘোষণা করেন। কেন্দ্রীয় ১৪ দল ঘোষিত মানবন্ধন কর্মসূচি সফল করতে নগর ১৪ দলের পক্ষ থেকে এই বৈঠকের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মায়া।
বৈঠকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, ‘বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন পাকিস্তান নতুন করে এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। একাত্তরের পরাজয়ের গ্লানি আজও ভুলতে পারেনি পাকিস্তান।’

তিনি বলেন, ‘পাকিস্তান ও বিভিন্ন দেশ বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র করছে। তাই মানববন্ধনে দেশবাসীকে অংশ নিয়ে, বিশ্বকে এটি দেখিয়ে দিতে হবে যে বাংলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত আছে।’

নাসিম আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একাত্তরের রণাঙ্গনের পরাজিত পাকিস্তান আমাদের দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তারা গতকাল (সোমবার) আমাদের রাষ্ট্রদূতকে তলব করেছে, এগুলো ধৃষ্টতাপূর্ণ। পাকিস্তান এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখলে তাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক নতুন করে ভাবতে হবে।’

খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনার দলকে আমরা ধ্বংস করতে চাই না। আপনি নিজেই নিজের দলকে ধ্বংস করে দিচ্ছেন। ভালোভাবে রাজনীতি করুন। আপনি যদি এভাবে দেশবিরোধী বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ড করতে থাকেন তাহলে আপনার দল এমনিতেই ধ্বংসের প্রান্তে চলে যাবে। এসব কর্মকাণ্ড বন্ধ করে ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুত হন। সে নির্বাচনেই আপনাদের সঙ্গে আমাদের লড়াই হবে। সে লড়াইয়ে আপনাদের আমরা পরাজিত করবো।’

সভায় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাসদের ঢাকা মহানগরের আহ্বায়ক মীর হোসেন আখতার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম এমপি প্রমুখ বক্তব্য রাখেন।

 

/পিএইচসি/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক