X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বর্তমান সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৬

অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বর্তমান সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে নাটোর জেলার বিভিন্ন দলের নেতাকর্মীদের বিকল্পধারায় যোগদান উপলক্ষে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বি চৌধুরী বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, সাম্প্রতিক সিটি কর্পোরেশন এবং পৌরসভা নির্বাচনও অবাধ এবং সুষ্ঠু হয়নি। দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই।’
জনগণের ওপর পুলিশ নির্যাতন করছে উল্লেখ করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘পুলিশ একজন চা দোকানিকে পুড়িয়ে মেরেছে। সরকারের জন্য এটা লজ্জার বিষয়, তারা পুলিশ বাহিনীকে রক্ষা করতে পারছে না।’
বি চৌধুরী বলেন, ‘রাজনীতিতে এখন চোর ও সন্ত্রাসীদের আধিপত্য। আর এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সৎ মানুষের রাজনীতির কোনো বিকল্প নেই।’ তিনি সন্ত্রাস, দুর্নীতি এবং দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার জন্য দলে সদ্য যোগদানকারীসহ বিকল্পধারার নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
এর আগে নাটোর সরকারি কলেজের সাবেক ভিপি ও ছাত্রদল নেতা মো. রকিবউদ্দিন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক এম এ সামাদ, বিএনপি নেতা প্রদীপ কুমার সরকার এবং নাটোরের সাবেক ছাত্রলীগ নেতা শামীম হোসেনের নেতৃত্বে বিভিন্ন দলের শতাধিক নেতা কর্মী বি. চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিকল্পধারায় যোগ দেন। নাটোরের নেতারা দেড় হাজার নেতা কর্মীর স্বাক্ষরিত বিকল্পধারার সদস্য ফরম বি. চৌধুরীর কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, কেন্দ্রীয় নেতা শাহ আহম্মেদ বাদল, বেগ মাহতাব, মাহফুজুর রহমান, ওবায়েদুর রহমান মৃধা, আসাদুজ্জামান বাচ্চু প্রমুখ।

/সিএ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া