X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচনে যাচ্ছে বিএনপি: মাহবুব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১৪

অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান।
রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বাংলাদেশ সংস্কৃতি একাডেমির ১৪তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনার আয়োজন করে সংগঠনটি।
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে জেনারেল মাহবুবুর রহমান বলেন, ‘বিএনপি নির্বাচনবিমুখ দল নয়। আমরা নির্বাচন করব, করতে চাই। তবে সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে।’
ভারতের নির্বাচন কাঠামোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি প্রধানমন্ত্রীর চেয়েও বেশি শক্তিশালী থাকেন। কিন্তু আমাদের দেশের নির্বাচন কমিশন শক্তিশালী নয়।’
উচ্চ আদালতে গৃহযুদ্ধ চলছে- এমন অভিযোগ করে মাহবুবুর রহমান বলেন, ‘উচ্চ আদালত অঙ্গনে একে অপরের পেছনে কথা বলছে, সেখানে মহাভারতের কুরুক্ষেত্রের মঞ্চায়ন হচ্ছে। সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন বলেছেন, বিচার বিভাগ ধ্বংসের ধারপ্রান্তে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এটা সাধারণভাবে দেখার কোনো সুযোগ নেই।’

বিএনপির কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। তবে কাউন্সিলের জন্য ভেন্যু এখনও নির্ধারিত হয়নি। এই কাউন্সিলের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকরাই কমিটিতে স্থান পাবে এবং বিএনপিতে নতুন নেতৃত্ব আসবে। আর তারাই দেশের গণতন্ত্র রক্ষার চ্যালেঞ্জ মোকাবেলা করবে। নতুন নেতৃত্ব গণতন্ত্র প্রতিষ্ঠা ও জঙ্গিবাদসহ সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করবে।’

‘যে যত বড় অবস্থানে আছে, সে ততো বেশি দুর্নীতিতে নিমজ্জিত’- এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্নীতিতে জলপ্রপাত চলছে। ভাষার মাসে এ সব দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিৎ।’

তিনি বলেন, ‘ভাষা শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা এখনও সর্বক্ষেত্রে চালু হয়নি, যা অত্যন্ত দুঃখের বিষয়। বিচার বিভাগে এখনও বাংলা ভাষা প্রবেশ করতে পারেনি। রায় এখনও ইংরেজিতে লেখা হয়। এটা লজ্জার কথা। বিচার বিভাগের জন্যও এটা লজ্জার।’

মানি লন্ডারিংয়ের কারণে দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বলেও মন্তব্য করেন মাহবুবুর রহমান।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, সাংবাদিক নেতা জাকির হোসেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপিত কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
বুধবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
‘রানা প্লাজার দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কর্মক্ষেত্রকে নিরাপদ করতে হবে’
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই টি-টোয়েন্টিতে অনিশ্চিত রিজওয়ান
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের