X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

১৪ দলীয় জোটের মানববন্ধন: ভুল বানানের ছড়াছড়ি ব্যানারে!

পাভেল হায়দার চৌধুরী
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ০২:০৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ০২:২৯

স্বাধীনতা শব্দ স্বধীনতা বানানে লেখা ১৪ দলের ব্যানার ভুল বানানের ছড়াছড়ি ছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মানববন্ধন কর্মসূচির ব্যানার-ফেস্টুনে। ভুলে ভরা ব্যানার-ফেস্টুন প্রদর্শন করে সোমবার রাজধানীতে পূর্ব-নির্ধারিত মানববন্ধন কর্মসূচি পালন করে ক্ষমতাসী এ জোট। কর্মসূচির মূল ব্যানারেও দেখা গেছে ভুল বানান।
মানববন্ধন কর্মসূচিতে রাসেল স্কয়ারের অনুষ্ঠিত মানববন্ধনের ব্যানারে ছিল সবচেয়ে বড় ভুল বানান। ব্যানারটিতে ‘স্বাধীনতা’ শব্দটিই ভুল বানানে লেখা হয়েছে। ‘স্বাধীনতা’র স্থলে লেখা হয়েছে ‘স্বধীনতা’। এছাড়া, অন্য ব্যানারে ‘শহীদ’ শব্দটি লেখা হয়েছে ‘সহিদ’ বানানে। তবে, বিষয়টিকে ‘ব্যানার লেখকদের মূর্খতা’ হিসেবে দেখছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা ভবিষ্যতে এই বিষয়গুলো মনিটরিং করবেন বলে জানান।
স্বাধীনতা শব্দটি স্বধীনতা বানানে লেখা ১৪ দলের ব্যানার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করে ১৪ দলীয় জোট। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখার প্রত্যয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের শক্তির কর্মসূচিতে ‘স্বাধীনতা’ ও ‘শহীদ’ ভুল বানানে লিখিত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন। তিনি বলেন, আওয়ামী লীগ ও ১৪ দলের কর্মসূচিতে ‘স্বাধীনতা’ ও ‘শহীদ’ শব্দের বানান ভুল থাকা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এটা দুঃখজনক।


স্বাধীনতা শব্দ স্বধীনতা বানানে লেখা ১৪ দলের ব্যানার ১ যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত রাজধানীর ১৪টি স্পটে ১৪ দলীয় জোট আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রদর্শন করা অসংখ্য ব্যানার-ফেস্টুনে বিভিন্ন শব্দের ভুল বানান দেখা গেছে।

স্বাধীনতা শব্দটি স্বধীনতা বানানে লেখা ১৪ দলের ব্যানার  এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন বলেন, বিষয়টি আওয়ামী লীগের কাছে কাঙ্ক্ষিত নয়। আবার এটি ইচ্ছাকৃত ভুলও নয়। তিনি বলেন, আমাদের দেশের মানুষ এমনিতেই বানান জানেন না। এরপর এসব ব্যানারগুলো অমুক লীগ, তমুক লীগ করে নিয়ে আসে। তারা শিক্ষিত নন। তাই এসব ভুল হয়। তিনি বলেন, ভবিষ্যতে এসব ব্যানার-ফেস্টুন মনিটরিং করা হবে।

শহীদ শব্দ সহিদ বানানে লেখা ১৪ দলের ব্যানার
রাজধানীর রাসেল স্কয়ার থেকে সোনারগাঁও হোটেলের মোড় পর্যন্ত কমপক্ষে ৫টি ব্যানার দেখা গেছে। যেগুলোয় ‘স্বাধীনতা’ শব্দটিকে ‘স্বধীনতা’ বানানে লেখা হয়েছে। ‘শহীদ’ শব্দটিও ভুল বানানে লেখা। ‘শহীদ’ শব্দটি লেখা হয়েছে ‘সহিদ’ বানানে। ‘দোসর’ শব্দের বানান লেখা হয়েছে ‘দোষর’ হিসেবে।  এছাড়া, ‘পূর্ণ’ শব্দ লেখা হয়েছে ‘পুর্ন’ বানানে।

দোসর শব্দ দোষর বানানে লেখা বাংলার মুখের ব্যানার

মৎস্য ভবন এলাকায় জমায়েত হওয়া মানববন্ধন কর্মসূচিতে কয়েকটি ব্যানারেও দেখা গেছে বানান ভুলের ছড়াছড়ি। ‘আওয়ামী লীগ’ আলাদা শব্দ। সেখানে ‘আওয়ামীলীগ’ একশব্দে লেখা হয়েছে। ভাষার মাসেই ১৪টি স্পটে জোটের নেতাকর্মীদের প্রদর্শন করা অর্ধশত ব্যানারে এসব ভুল বানান ক্ষমতাসীনদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে মনে করেন অনেকে।

এ প্রসঙ্গে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগের কর্মসূচিতে ব্যানার-পোস্টারে বানান ভুলের ঘটনা অনাকাঙ্ক্ষিত। তিনি বলেন, ব্যানার-পোস্টার যারা লেখেন, তারা বানান সম্পর্কে সচেতন নন। এ কারণেই এ ধরনের ঘটনা ঘটে।

 /এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি