X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মাহফুজ আনাম স্বপ্রণোদিত হয়ে ভুল স্বীকার করেননি: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৪৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৪৬

মাহবুব উল আলম হানিফ ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম স্বপ্রণোদিত হয়ে ভুল স্বীকার করেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সরকার দলীয় এমপি মাহাবুবউল আলম হানিফ। তিনি বলেন,  উনি স্বপ্রণোদিত হয়ে ভুল স্বীকার করেননি। কথার পৃষ্ঠায় কথা বেরিয়েছে। ভবিষ্যতে কেউ যেন গণতন্ত্র ও রাজনীতি ধ্বংসের চক্রান্তে লিপ্ত হতে সাহস না করে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত।
বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, মাহফুজ ‍আনাম ষড়যন্ত্রের অংশ হিসেবে ওই সংবাদ পরিবেশন করেছিলেন। তিনি চাপিয়ে দেওয়া ওই সংবাদ পরিবেশন করে ক্ষ্যান্ত হননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষোদগার করে অনেক সম্পাদকীয় ও কলাম লিখেছিলেন। ‍সত্যতা যাচাই না করে খবর পরিবেশনের কারণে সভানেত্রীর বিরুদ্ধে মামলা হয়েছিল। তাকে জেলে যেতে হয়েছিল। কাজেই তার দায় এড়িয়ে ‍যাওয়ার কোনও সুযোগ নেই।
তিনি অভিযোগ করে বলেন, ওয়ান ইলেভেনের সময় একটি অশুভ মহলের সহযোগিতায় এই মাহফুজ আনামরা পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রীকে রাজনীতি থেকে উৎখাতের জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তার পত্রিকায় এসব মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। আজকে মাহফুজ আনামের বিরুদ্ধে যখন মামলা হচ্ছে তখন আমাদের সুশীল সমাজের কিছু ব্যক্তি তার বিরুদ্ধে সাফাই গেয়ে বলছেন  ‘সংবাদপত্রের ওপর নাকি আঘাত আনা হচ্ছে’। বলা হচ্ছে  ‘ভুল স্বীকার করে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন’। যেসব সুশীল সমাজের ব্যক্তিরা তার পক্ষ নিয়ে কথা বলছেন। তাদের জানাতে চাই ‘উনি স্বপ্রণোদিত হয়ে ভুল স্বীকার করেননি। কথার পৃষ্ঠায় কথা বেরিয়েছে’। ওই সময় তিনি যেসব সম্পাদকীয় লিখেছেন তার থেকে দায়মুক্তির কোনও সুযোগ নেই। ভুল স্বীকারই শেষ নয় ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের ভুল না করতে পারে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। যারা দেশে থেকে গণতন্ত্র ও রাজনীতি ধ্বংসের চক্রান্তে লিপ্ত হয়েছিল তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত।

/ইএইচএস/ এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
গরমে খান দইয়ের এই ৫ শরবত
গরমে খান দইয়ের এই ৫ শরবত
সাভারে ভাঙারির দোকানে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সাভারে ভাঙারির দোকানে আগুন, এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও