X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘নেতা-কর্মীদের তোপ এড়াতেই ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বিএনপির কাউন্সিল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৬, ১৪:৪৭আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১৪:৫১

ড. হাছান মাহমুদ বিএনপির কাউন্সিলের জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু তারা সেখানে কাউন্সিল করতে রাজি হয়নি। কারণ সারাদেশ থেকে আসা নেতা-কর্মীদের তোপের মুখে পড়তে পারেন খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।  
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘মীর কাশেম আলীসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে’ এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বিএনপির কাউন্সিল প্রসঙ্গে সাবেক এ মন্ত্রী বলেন, ‘বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করলো না, কারণ সেখানে তারা বিপুল লোকের সমাগমও ঘটাতে পারবে না। তাই তারা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে কাউন্সলের জন্য বেছে নিয়েছেন।’
এ সময় তিনি অভিযোগ করে বলেন,‘আসন্ন বিএনপির এ কাউন্সিলের মাধ্যমে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দলের নেতা নির্বাচন করা হচ্ছে।’
বর্তমান প্রেক্ষাপটে দেশের সুশীল সমাজের ভূমিকায় অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘যখনসারাদেশে নির্মমভাবে শিশু নির্যাতন ও হত্যা করা হচ্ছে,তখন সুশীল সমাজ চুপ? আজকে তাদেরকে দেখা যাচ্ছে না?’

ক্ষোভ প্রকাশ করে হাছান মাহমুদ বলেন,‘এই সুশীল সমাজ আজকে কেন মুখে কুলুপ এটে দিয়েছেন? কেন এই সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তারা কোনও কথা বলছেন না?’

তিনি বলেন, ‘সামাজিক ও পারিবারিক অবক্ষয়ের কারণে দেশে আজকে শিশু নির্যাতন ও হত্যার মতন ঘটনা বেড়েছে।’

যুদ্ধাপরাধ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘যারা যুদ্ধাপরাধী তারা আদালতের কাছ থেকে কোনওভাবে অনুকম্পা পাবে না। যারা জামায়াত ও যুদ্ধাপরাধীদের সঙ্গে কাজ করছে, তারা যুদ্ধাপরাধীদের সহযোগী। বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা যুদ্ধাপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তাদের ও খালেদা জিয়াকেও আইনের আওতায় আনা প্রয়োজন।’

 মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের সভাপতি ব্যারিস্টার জাকির আহম্মেদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, হাবিবুর রহমান প্রমুখ।

 এসআইএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’