behind the news
Vision  ad on bangla Tribune

মীর কাসেমের ফাঁসির আদেশ বহালজাতি কলঙ্ক মুক্তির পথে আরও একধাপ এগিয়েছে: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৩:৩৫, মার্চ ০৮, ২০১৬

মাহবুব উল আলম হানিফমানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর ফাঁসির রায় আপিল বিভাগে বহাল থাকায় জাতি কলঙ্ক মুক্তির পথে আরও একধাপ এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
মঙ্গলবার রায় ঘোষণার পর বাংলা ট্রিবিউনের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, আপিলে মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল থাকায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। এখন এ রায় দ্রুত কার্যকর দেখতে চায় সমগ্র জাতি।
বাকি যুদ্ধাপরাধীদের রায়ও দ্রুত কার্যকর করে জাতিকে পুরোপুরি কলঙ্ক মুক্ত করার প্রত্যাশা প্রকাশ করেন আওয়ামী লীগের এই নেতা।
/পিএইচসি/এসএনএইচ/এফএস/ 

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ