X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৬, ১৪:৩৫আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৪:৪৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত মহিলা দলের উদ্যোগে এক র‌্যালি উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।
সোমবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপির শীর্ষ দুই পদে আসামিকে নির্বাচিত করা হয়েছে। একজন এতিমের টাকা চুরি করেছে। অন্যজন ২১ শে আগস্ট গ্রেনেট হামলা মামলার আসামি।’ এই বক্তব্যের সমালোচনা করে ফখরুল এ মন্তব্য করেন।  
মির্জা ফখরুল বলেন, ‘সরকারের নেতানেত্রীরা যে ভাষায় কথা বলছেন তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এ বক্তব্যে সত্যের লেশ মাত্র নেই। দেশে গণতন্ত্র নেই। দুর্ভাগ্য আমাদের, যারা গণতান্ত্রিক আন্দোলন করেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। প্রত্যেকে আসামি হয়েছে। সেই গণতন্ত্রের নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে কটাক্ষ করে যে কথাগুলো বলেছেন তা কখনই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। গণতন্ত্রের পক্ষে সেটা যায় না।’
তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস পালন করতে গিয়ে প্রত্যাশা করি অন্যান্য সভ্য দেশ যে ভাবে নারী দিবস পালিত হয় নারীদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য যেভাবে কর্মসূচি পালন করে বাংলাদেশেও সেভাবে কর্মসূচি পালন করতে দেওয়া হবে। কারণ এখানে কোনও গণতন্ত্র নেই। এখন যারা দেশ পরিচালনা করছে তাদের কোন নৈতিক অধিকার নেই। দেশ পরিচালনার বৈধতা নেই। কারণ তারা নির্বাচিত নয়।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশ আজ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। যে দেশে গণতন্ত্র থাকে না সে দেশে কারোরই অধিকার প্রতিষ্ঠিত হয় না। জনগণের সংগ্রামের সঙ্গে নারী পুরুষ একাকার হয়ে গেছে। একই কারণে নারীদের নিরাপত্তা নেই। নারীদের অধিকারগুলো কেড়ে নেওয়া হচ্ছে। বিগত এক বছরে যে পরিমাণ নারী নির্যাতিত হয়েছে , শিশু নির্যাতিত হয়েছে তা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। এ নিয়ে উদ্বিগ তৈরি হয়েছে।’

ফখরুল বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের মর্যাদা দেওয়ার জন্য মহিলা বিষয়ক মন্ত্রণালয় সৃষ্টি করেছিলেন। পরে খালেদা জিয়া নারীদের শিক্ষার জন্য বৈপ্লবিক পরিবর্তন করেছিলেন। আজ তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মেয়েরা লেখাপড়ার দিকে ঝুঁকেছে। সর্বক্ষেত্রে তারা এগিয়ে যাওয়ার ও অধিকার ফিরে পাওয়ার চেষ্টা করছে। নারী দিবসে প্রত্যাশা করবো বাংলাদেশের সব নারী সমাজ ও গণতন্ত্রের জন্য একজোট হবেন।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সব নারীকে শুভেচ্ছা জানান ফখরুল।

মহিলা দলের সভাপতি নূরী আরা সাপার সভাপতিত্বে র‌্যালির আগে সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপি’র ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

/এসটিএস/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়