X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘যারা দায়িত্ব পালন করেননি তারাই নেত্রীর সামনে চেহারা দেখাচ্ছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৬, ১৩:০২আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৩:০২

গয়েশ্বর চন্দ্র রায়

নেত্রীর (খালেদা জিয়া) সামনে এখন যারা প্রতিদিন চেহারা দেখাচ্ছেন, ধরনা দিচ্ছেন, বিগত আন্দোলন-সংগ্রামে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘যার দলের জন্য নিজ নিজ অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করেন তারা নেতানেত্রীর সামনে গিয়ে চেহারা দেখানো ও ধরনা দেওয়ার সময় পান না। আশা করি আন্দোলন-সংগ্রামে যারা দায়িত্ব পালন করেছেন নেত্রী তাদের যথাযথ মূল্যায়ন করবেন।’  শনিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানকে সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, ‘চেয়ারপারসনের অনুপস্থিতিতেই সাধারণত সিনিয়র ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করে থাকেন। খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন হিসেবে তার দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন। তারেক রহমান বাংলাদেশে আসার পরিবেশ নাই। তারপরে তারেক রহমানকে দলের পক্ষ থেকে তাকে একটি সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হোক। যেটি তিনি পালন করবেন।  তাতে দলের নেতাকর্মীরা আরও উৎসাহিত হবে।’

যুবদল আয়োজিত দোয়া মাহফিলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কাউন্সিল নেতা বানানোর জায়গা নয়, বর্তমান অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে জাতির আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার মঞ্চ। বিএনপির আসন্ন কাউন্সিলের মধ্য দিয়ে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নেতৃত্ব নির্বাচন করতে অতীতের ভুল করেন নাই এখনও করবেন না। বিএনপির বিগত দিনের কর্মসূচিতে যারা সরকারের  নির্যাতন স্বীকার করেও কর্মসূচি বাস্তবায়ন করেছেন তারাই এ কাউন্সিলে গুরুত্বপূর্ণ পদে আসবেন। 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিগত আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রীয়, পলাতক ছিল, সেই সব চাটুকারেরা নিজেদের অবস্থান ধরে রাখার জন্য বেশি সক্রিয়। এরা কখনও দলের বন্ধু হতে পারে না। এরা দলের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এদের বিরুদ্ধে হাই এন্টিবায়োটিক  দিতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সহদফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/সিএ/এসটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি