X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির সঙ্গে ক্ষমতাসীনরা জড়িত:গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৬, ১৫:৩৬আপডেট : ১২ মার্চ ২০১৬, ১৫:৪০

গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ক্ষমতাসীনদের অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির বিষয়টি খতিয়ে দেখলে দেখা যাবে যে, তাতেও ক্ষমতাসীনরা জড়িত।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কর্মজীবীদলের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব অভিযোগ করেন।
রিজার্ভ ব্যাংকের চুরি যাওয়া অর্থ জনগণের উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে না দিলে গণরোশের মধ্যে সরকারের পতন হবে। তবে সাম্প্রতিককালে রিজার্ভ ব্যাংকের যে অর্থ উধাও হয়ে গেছে তা সঠিকভাবে খতিয়ে দেখা উচিত।’
অভিযোগ করে তিনি আরও বলেন, ‘ক্ষমতা থেকে ছিটকে যাওয়ার ভয়ে নিজেদের পুঁজি বাড়ানোর জন্যই সরকারের এমপি ও মন্ত্রীরা এই অর্থ চুরি করেছেন।’
বিএনপির কাউন্সিল প্রসঙ্গে তিনি বলেন, ‘১৯ মার্চের কাউন্সিলের মূল উদ্দেশ্য হলো- গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সংগ্রামকে আরও জোরদার করা। তাই এ কাউন্সিলে ত্যাগী ও সাহসি নেতারা চেয়ারপারসনের দিকে তাকিয়ে আছেন।’
আসন্ন ইউপি নির্বাচন প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘আবুল মাল আবদুল মুহিত কথায় কথায় যেমন রাবিশ, ভোগাস বলেন, তেমনি আমিও এ নির্বাচনকে ভোগাস ও রাবিশ বলব। কারণ এই নির্বাচনে কোনও লেভেল প্লেয়িং ফিল্ড নেই।’

এ সময় তিনি নিজ দলেরও ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোনও কোনও চাটুকারী এখন চরম থেকে চরমভাবে ঐক্যবন্ধ হচ্ছে যে কীভাবে চেয়ারটাকে ধরে রাখা যায়। তাই আমি আশা করি কাউন্সিলে যোগ্য নেতাদেরকেই স্থান দেওয়া হবে।’

সংগঠনের সভাপতি হাজী মো. লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

/এসআইএস /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা