behind the news
Vision  ad on bangla Tribune

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাসদ একাংশের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৬:৫১, মার্চ ১৭, ২০১৬

shirinজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধার্পণ করেছেন জাসদ একাংশের সাধারণ সম্পাদক শিরিন আখতার।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাসদের একাংশের পক্ষে তিনি পুস্পস্তবক অর্পন করেন। এ সময় জাসদের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিরিন আখতার বলেন, জাতির শ্রেষ্ঠতম মানুষ বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হবে বলে জানান তিনি।
শিরিন আখতার আরও  বলেন, দেশে জঙ্গীবাদ মোকাবিলায় আমাদের  বঙ্গবন্ধুর দেখানো পথেই এগোতে হবে।
এসটিএস/এসএনএইচ

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ