behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

বিএনপির কাউন্সিল: কানায় কানায় পূর্ণ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট১১:১৩, মার্চ ১৯, ২০১৬

কানায় কানায় পূর্ণ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনিবার (১৯ মার্চ) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল জাতীয়তাবাদী দল বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের। পরে তা শুরু হয় পৌনে ১১টার দিকে। তবে কয়েক ঘণ্টা আগেই কাউন্সিলস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। 

সরেজমিনে দেখা গেছে, সকাল ৮টার আগেই কাউন্সিলস্থল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলে দলে উপস্থিত হয়েছেন কাউন্সিলর ও দলের নেতাকর্মীরা। অনুষ্ঠাস্থলে প্রবেশ করতে রীতিমত যুদ্ধ করছেন দলের কর্মীরা। কেউ কেউ ভিড়ের মধ্যে ঢুকতে না পেরে বাইরেই থেকে যেতে বাধ্য হচ্ছেন।

সকাল ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত  কাউন্সিলস্থল ও এর আশপাশের এলাকা ও সোহরাওয়ার্দীর এক অংশে দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে।  বিএনপির কাউন্সিল

/আরএআর/এফএস/

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ