X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০
দলীয় নেতাদের সংযত হওয়ার পরামর্শ শেখ হাসিনার

অর্থমন্ত্রীর ওপর চটেছেন আ. লীগের কেন্দ্রীয় নেতারা

এমরান হোসাইন শেখ
২১ মার্চ ২০১৬, ০৩:২৮আপডেট : ২১ মার্চ ২০১৬, ০৩:৩২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ওপর চটেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। রবিবার অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে অধিকাংশ নেতাই বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী গভর্নর ড. আতিউর রহমানকে জড়িয়ে অর্থমন্ত্রীর দেওয়া ‘বিতর্কিত’ মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলেন, অর্থমন্ত্রী রিজার্ভ খোয়া যাওয়ার মতো স্পর্শকাতর বিষয়টিকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে অকারণে গভর্নরের ওপর তার আক্রোশ মিটিয়েছেন। এতে সরকারের ভাবমুর্তি ক্ষুণ্ন হয়েছে।  বৈঠকে প্রধানমন্ত্রী  আওয়ামী লীগের নেতাদের বেফাঁস কথাবার্তা না বলে সংযতভাবে কথা বলার পরামর্শ দেন। রবিবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এসব কথা ওঠে। বৈঠকে উপস্থিত একাধিক শীর্ষ নেতা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে নিয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিনের ফেসবুক স্ট্যাটাস নিয়েও সমালোচনা করা হয়। বৈঠকে মানবতাবিরোধী  অপরাধীদের বিচারের রায় নিয়ে প্রধান বিচারপতিকে জড়িয়ে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেনের সমালোচনা করেন কয়েকজন নেতা।
সূত্র জানায়, দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার জের ধরে অর্থমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে আলোচনার সূত্রপাত ঘটান। পরে সাংগঠিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ প্রায় সব নেতাই এই প্রসঙ্গে কথা বলেন। তারা বলেন, অর্থমন্ত্রী একটি স্পর্শকাতর বিষয়কে ব্যক্তি পর্যায়ের রেষারেষিতে নিয়ে গেছেন। তার আচরণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সরকার বিব্রত হয়েছে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে