X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভোটকেন্দ্রে সরকারের জবরদখল চলছে: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৬, ১২:০৪আপডেট : ২২ মার্চ ২০১৬, ১২:০৪

রুহুল কবীর রিজভী প্রায় প্রতিটি ভোটকেন্দ্রে সরকারের জবরদখল চলছে বলে অভিযোগ করেছেন যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার সাড়ে এগারোটার দিকে নয়া পল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, ইউপি নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীদের ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপারে সিল মারাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে।
প্রথম ধাপে মঙ্গলবার দেশের ৭২১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
রিজভী জানান, ঝালকাঠি জেলাধীন সদর উপজেলার ৩ নং নবগ্রাম ইউনিয়নে সোমবার মাগরিবের পর আওয়ামী সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় হোন্ডা নিয়ে এসে ধানের শীষের প্রার্থীর নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দিয়েছে।
তিনি অভিযোগ করেন, ইউপি নির্বাচন এবং ছাত্রলীগের দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতরাতে নোয়াখালী সরকারি পুরাতন কলেজের সামনে ছাত্রদল নেতা ফজলে রাব্বি রাজিবকে গুলি করে হত্যা করে ছাত্রলীগ ক্যাডাররা।
লিখিত বক্তব্যে রিজভী বলেন, ২ নং বিনয়কাঠি ইউনিয়নের সব ভোটকেন্দ্র সোমবার সন্ধ্যার পর দখল করে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। প্রশাসনকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পুরো ঝালকাঠি জেলার ৪টি উপজেলার সব ইউনিয়নে একই অবস্থা। মুন্সীগঞ্জ জেলাধীন সিরাজদিখান উপজেলার সব ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীরা ভোটকেন্দ্রগুলো দখলে নিয়ে ব্যালট পেপারে দেদারসে সিল মারছে। সেখানে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে এলাকাগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। এলাকাগুলোতে চরম থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।

এছাড়া ভোলা জেলাধীন চরফ্যাশন উপজেলার ৭টি ইউনিয়ন, বোরহানউদ্দিন উপজেলার ৭টি এবং দৌলতখান উপজেলার ৬টি ইউনিয়নের সবকটিতে সকল ভোটকেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। বরিশাল জেলাধীন গৌরনদী ও আগৈলঝরায় ১২টি ইউনিয়নের এবং মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার সবকটি ভোটকেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। ভোটকেন্দ্রগুলো থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। প্রশাসন প্রতিকারের পরিবর্তে উল্টো সন্ত্রাসীদের সহযোগিতা করছে।

নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী প্রশ্ন বলেন, প্রধান নির্বাচন কমিশনার বলেছেন- প্রশাসনের কাঙ্খিত সহযোগিতা পাচ্ছি না। যদি তাই হয় তাহলে জনগণের প্রশ্ন, আপনারা (নির্বাচন কমিশন) পদত্যাগ করছেন না কেন?

/এসটিএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা