X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শৃঙ্খলার জন্যই শক্তি প্রয়োগ: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০১৬, ১৫:০৯আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৬:৪৮

নাসিম ইউপি নির্বাচনে শৃঙ্খলা রক্ষার জন্যই আইনশৃঙ্খলা বাহিনী শক্তি প্রয়োগ করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে। তবে যেসব জায়গায় সহিংসতা হয়েছে, সেখানে শৃঙ্খলা রক্ষার্থেই আইনশৃঙ্খলা বাহিনী শক্তি প্রয়োগ করেছে।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাম্যবাদী দল আয়োজিত ‘মহান স্বাধীনতার ৪৫ বছর, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগের এবং প্রশাসনের সহযোগিতায় বিএনপির কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে সে কাউন্সিলে খালেদা জনগণকে অহেতুক উত্তেজিত করার জন্য হাসিনাবিহীন নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
এ সময় খালেদাকে পরামর্শ দিয়ে নাসিম বলেন, আপনি আকাশ কুসুম স্বপ্ন দেখবেন না। একবার ব্যর্থ আন্দোলন করে নেতা-কর্মীদের স্বপ্ন ভঙ্গ করেছেন। তাই আর কোনও ষড়যন্ত্র করে হাসিনাবিহীন নির্বাচনের স্বপ্ন দেখবেন না।
আওয়ামী লীগের উপদেষ্ঠামণ্ডলীর অন্যতম এ সদস্য হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২০১৯ সালের নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে এবং তার অধীনেই হবে। হাসিনার নেতৃত্ব ছাড়া কোনও নির্বাচনই দেশে অনুষ্ঠিত হবে না।
ভারত-পাকিস্তানসহ বিশ্বের উন্নত দেশে জঙ্গি হামলা হচ্ছে মন্তব্য করে নাসিম বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে জঙ্গির উত্থান বন্ধ হয়েছে। কিন্তু গুটিকয়েক বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জঙ্গি তত্পরতা নেই বললেই চলে।

স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের একটাই ভয়, যখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাড়া বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, তখন তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।

সংগঠনের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম. এ করিম, বাংলাদেশ ছাত্র আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, যুব আন্দোলনের সভাপতি মোজাহিদ আহমেদ প্রমুখ।

/এসআইএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!