behind the news
Vision  ad on bangla Tribune

রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিলে দুর্বার আন্দোলন করবে হেফাজত

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৬:৫৩, মার্চ ২৫, ২০১৬

 

 


হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিলরাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলার হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। প্রায় তিন বছর পর রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলে রিটের বিরোধিতা করে শুক্রবার রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর হেফাজত৷ এছাড়া আরও  কয়েকটি ধর্মভিত্তিক রাজনৈতিকদল ও সংগঠন বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করে।
বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে হেফাজতের ঢাকা মহানগর আহ্বায়ক নূর হোসাইন কাসেমী বলেন, রাষ্ট্রধর্ম বাতিল করা হলে, সেই দিন থেকেই সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। দেশে রাষ্ট্রভাষা থাকলে রাষ্ট্রধর্মও থাকতে পারে। তারা প্রশ্ন তুলে বলেন, নেপালের রাষ্ট্রধর্ম হিন্দু হতে পারলে, মার্কিন প্রেসিডেন্ট বাইবেলে হাত রেখে শপথ নিতে পারলে ৯০ শতাংশ মুসলমানের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে সমস্যা কোথায়?
হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আহ্বায়ক নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতের সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম-আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুর রকিব, মাওলানা মুজিবুর রহমান হামেদি, ড. আহমদ আব্দুল কাদের প্রমুখ।
প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৮৮ সালের ৫ই জুন সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে সংযুক্ত করেন। একই বছর সাবেক প্রধান বিচারপতি কামাল উদ্দিন হোসেনসহ ১৫ জন বিশিষ্ট নাগরিক এর বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন৷ রুল দেওয়ার পর দীর্ঘ ২৩ বছর আবেদনটি হাইকোর্টে বিচারাধীন ছিল৷ গত ২৯ ফেব্রয়ারি হাইকোর্টে এই রুলের ওপর শুনানি হয়৷ পরবর্তী শুনানির দিন ২৭ মার্চ৷

/সিএ/এমএনএইচ/

 

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ