X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নাটকীয়তার পর কারামুক্ত ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৬, ১৯:৫৩আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৯:৫৩

ফখরুল বিএনপির মহাসচিব হওয়ার পরই কয়েক ঘণ্টা কারাগারে থেকে মুক্তি পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
দুপুরে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। তিন ঘণ্টা পর একই আদালত তাকে জামিন দেন। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ ঘটনা ঘটে। জামিন হওয়ার প্রায় তিন ঘণ্টা পর তিনি কারাগার থেকে মুক্তি পান।
আদালতে আত্মসমর্পণ করে রাজধানীর পল্টন থানার তিনটি মামলায় জামিনের আবেদন করেন ফখরুল। আদালত একটি মামলায় তাকে জামিন দেন। বাকি দুটিতে জামিন আবেদন নাকচ করে দুপুর একটার দিকে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মির্জা ফখরুলের আইনজীবীরা জামিন আবেদন পুনর্বিবেচনার জন্য আবেদন জানান। বিকেল চারটার দিকে শুনানি শেষে আদালত মির্জা ফখরুলের অসুস্থতা বিবেচনায় নিয়ে জামিনের আবেদন মঞ্জুর করেন।
২০১৫ সালের ৫ জানুয়ারিকে ঘিরে ২০ দলীয় জোটের আন্দোলনের সময় পল্টন থানার নাশকতার ওই তিন মামলায় মির্জা ফখরুলকে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেছিলেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলে গেলে আপিল বিভাগ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন এবং জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।
বুধবার সকালেই ভারপ্রাপ্ত মাহাসচিব থেকে মহাসচিব হিসেবে পদোন্নতি পান ফখরুল। নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানানোর জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত খবর আসে, ফখরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে দলের নতুন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, মহাসচিবকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে বিকেলে ফখরুলের জামিনের খবর পাওয়ার পর দলের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

/এসটিএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ